E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেলেন ফারহানা মুন্নি

২০২১ অক্টোবর ২৫ ১৮:০৫:৫৪
সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেলেন ফারহানা মুন্নি



আবু নাসের হুসাইন, সালথা : ঢাকা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেয়েছেন কবি খন্দকার ফারহানা মুন্নি। শুক্রবার বিকালে ঢাকা কাটাবন কবিতা ক্যাফে অনুষ্ঠিত ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সেই সাথে ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।

কবি খন্দকার ফারহানা মুন্নি বলেন, কবিতা লেখায় বিশেষ অবদান রাখায় ঢাকা সাহিত্য পরিষদ থেকে আমাকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার দেওয়া হয়েছে। আমি পুরস্কার ও সাহিত্য পরিষদের পদ পেয়ে গর্বিত।

খন্দকার ফারহানা মুন্নি, ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত খন্দকার আতিয়ার রহমান ভীম এর কন্যা এবং একই ইউনিয়নের মোড়হাট গ্রামের পল্লী চিকিৎসক জিয়া খানের সহধর্মীনি।

স্কুল জীবনে মুন্নি নগরকান্দা গার্লস স্কুলের একজন মেধাবী ছাত্রী ছিলেন। স্কুল শেষে তিনি নগরকান্দা কলেজে লেখা-পড়া করেন। এ পর্যন্ত তিনি "এই দিন ভুলা যাবে না, হৃদয়ে মুজিব, তোমার কন্ঠ, তোমার ছবি" কবিতাসহ প্রায় ২ শতাধিক কবিতা লিখেছেন। এছাড়াও তিনি ৫টি উপন্যাস লিখেছেন।

(এএন/এএস/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test