E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিরে পেলো স্বাধীনতা

২০২২ এপ্রিল ১৩ ১৫:০৩:১৯
ফিরে পেলো স্বাধীনতা







 

এসকে সুলতান

আমি যুদ্ধ দেখিনি শুনেছি বাবার মুখের কথা।

পঁচিশের কালো রাত থেকে শুরু হল
নয় মাস ধরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।

বাবা তখন কলেজ পড়ুয়া ছাত্র।
জীবনের বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল খালি হাতে।

ভারতে জমালেন পাড়ি, প্রশিক্ষণের জন্য,
সুন্দরবনের কৈখালী মোহনায় যখন পৌঁছলেন তিনদিন ধরে ভূখা ছিলেন, ছিলনা অন্ন।

হঠাৎ করে শুরু হল হায়নাদের আক্রমণ, সামনের নৌকাটা হয়ে গেল চূর্ণ-বিচূর্ণ, ভয়াবহ বিস্ফোরণ।
মুহূর্তেই কোথায় গেল সবাই হারিয়ে,
অন্যান্য সবার সনে,
উপড়ানো পায়ের নখ নিয়ে
বাবা চলে গেল সুন্দরবনে।

যন্ত্রণায় ছটফট করে বাবার গায়ে কাঁপন দিয়ে এলো প্রচন্ড জ্বর।
শরীর কাঁপছে থর থর।
যন্ত্রণার দুচোখে অশ্রু ঝর-ঝর।
শক্তি আনলো ফিরে সবাই মিলে।
হায়নাদের ধরতে হবে ঘিরে।

অনেক চেনা অচেনাকে হারিয়ে ফেললো এক মুহূর্তে।

প্রশিক্ষণ হল শুরু
ফিরে এলো হায়নাদের মুখোমুখি
মাটি-মাখা গেরিলা দল,
সাড়ে সাত কোটি মানুষের ছিল একতার বল।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেলাম সোনার বাংলাদেশ।
শ্রেষ্ঠ ধন উৎসর্গ করে দু'লক্ষ মা-বোনের ইজ্জতের শ্রেষ্ঠতা
বীরাঙ্গনা অবশেষ।

লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পেলাম
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমারেখা,
বাংলার আনাচে কানাচে রাজাকারদের এখনো মিলে দেখা।

ঊনপঞ্চাশ বছর পর শুনতে হয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি,
জীবন বাজি রেখে যারা ছিনিয়ে এনেছিল লাল-সবুজের পতাকা,
তাদের নিয়ে কটুক্তি করে যারা তাদের এই বাংলার মাটিতে নেই কোন মুক্তি।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test