E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিবেকনামা

২০২২ জুলাই ০৪ ১৫:৩৪:৫১
বিবেকনামা







 

ড. হারুন রশীদ

হে বিবেক
আমাকে তুমি দংশন করো-
রক্তক্ষরণ হোক আমার আত্মসত্তায়,
নাড়া দাও আমার ইন্দ্রিয়ানুভূতিতে
বিদ্যুৎ উৎপন্ন হোক আমার মস্তিষ্কে,
প্রবাহ সৃষ্টি করো আমার স্নায়ুকোষে
স্নায়ুযুদ্ধ অব্যাহত থাকুক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে,
আমাকে তুমি বিচলিত করো
পরস্পর বিপরীত কোষের দ্বন্দ্বে।

হে বিবেক
আমাকে যারা বিচলিত করে
তাদেরকে তুমি স্থিরনিশ্চিত করো,
যারা আমাকে বিব্রত করে
তুমি তাদেরকে সুব্রত করো,
আমাকে যারা অস্বস্তি দেয়
তাদেরকে তুমি স্বস্তি দাও,
যারা আমাকে অবজ্ঞা-উপেক্ষা করে
তুমি তাদেরকে যথাযথ গুরুত্ব দাও,
আমাকে যারা অসম্মানিত করে
তাদেরকে তুমি যথাযোগ্য সম্মান দাও।

হে বিবেক
আমাকে যারা উদ্বিগ্ন-উৎকণ্ঠিত করে
তাদেরকে তুমি মানসিক প্রশান্তি দাও,
যারা আমাকে অস্থিরচিত্ত করে তোলে
তাদের চিত্তে তুমি শান্তি বর্ষণ করো,
আমার হৃদয়কে যারা ক্ষতবিক্ষত করে
তাদের হৃদয়কে তুমি অক্ষত রাখো,
যারা আমাকে প্রশ্নবিদ্ধ করে
তাদেরকে তুমি প্রশ্নাতীত রাখো,
আমাকে যারা অভিযুক্ত করে
তুমি তাদেরকে অভিযোগমুক্ত রাখো।

হে বিবেক
আমাকে যারা আক্রান্ত করে
তাদেরকে তুমি নিরাপদ রাখো,
যারা আমাকে বিপর্যস্ত করে
তাদেরকে তুমি বিপর্যয়মুক্ত রাখো,
আমাকে যারা পর্যুদস্ত করে
তাদেরকে তুমি সুরক্ষা দাও,
যারা আমাকে বিধ্বস্ত করে
তাদেরকে তুমি সুবিন্যস্ত রাখো,
আমাকে যারা নীচ-হীনমন্য ভাবে
তুমি তাদেরকে উঁচুতে পৌঁছে দাও,
যারা আমাকে নগন্য বলে গণ্য করে
তাদেরকে তুমি গণ্যমান্যের আসনে বসাও।

লেখক : অধ্যাপক ও চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test