E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইমরান নাজির’র কবিতা

২০২২ জুলাই ০৫ ১৫:৫৯:৩২
ইমরান নাজির’র কবিতা







 

বিবেক


বিবেক তুমি ঘুমন্ত!
যেথায় তোমারে নিয়া রাজত্ত।
পরিবেশে হইয়া উঠিয়াছে
মানবতার দূর্ভিক্ষ।

সবাই তো মানব দরদী
সুযোগ পাইলে মাদার তেরেসা হইতে চাই
সুযোগে সবাইরে তার মত পাওয়া যায়
অসময়ে নাই।

দুই আনা ভিক্ষা দিয়া সে হয়
সেরা মানব
তাহার কতৃক অনেকে নিপিড়ীত
সেই সেরা দানব।

পা চাটিয়া অনেকে তার পদতল
শ্বেতরঙ্গা করিয়াছে
বিবেক কে প্রশ্ন করিয়া দেখ,
তাতে কি লাভ হইয়াছে?

ধিক! জানায় বিবেক তোমায়
তুমি জাগ্রত হও
ভাবিয়া দেখ তোমার তরে
আসল মনুষ্য অসহায়।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test