E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার’র তিনটি কবিতা

২০২২ ডিসেম্বর ২৯ ১৭:০৩:২৭
বদরুল হায়দার’র তিনটি কবিতা







 

স্মৃতির আড়ালে


স্মৃতির আড়ালে মুখ লুকিয়ে প্রীতির ঘরে জেগেছে সকাল।
ফলত গাছের চোখ ঝুল বারান্দার তারে চক্ষুশুল মসগুলে
শত সাধনায় তৈরী করে মহাকাল।


সোনার বরণ পাখি প্রানের উদাহরন শেষে
বারণ ও কারণের দোষে অবকাশে হারায় যৌবন।
বেলাশেষে বিচ্ছিন্নতার মনোবিকাশে চোখের আগাম
দূরাভাষে তুমি হতাশা পোষন করো বিনাচাষে।


মেয়াদপূর্তির চুক্তিসহ বিনিয়োগ প্রযুক্তির
অচল তুলনা চলে লাইফ-ষ্টাইলে।তোমার ছলনা
আঁড়ি পেতে বসে থাকে মনে।

নীলনকশার ব্যর্থতায় শঙ্কামুক্ত থেকেছি গোপনে।ahoo
তুমি যৌথ অভিমানে মনের ট্রাইব্যুনালে জারী করো
খেলাপী প্রেমের বানী।

প্রবণতা বাড়ছে প্রেম ও দাসত্বের । চলছে পরীক্ষা ছাড়া
ফিটনেস।অকাতরে ঘরে ঘরে চলে বাঁক বদলের প্রািইভেট।

কর্তৃত্ব তোমার ছলনায় বাসা বাঁধে প্রাণে। তুমি প্রেমের ডিজিটে
ফ্রি-ইন্টারনেটে টেনে আনো গ্লানী। আমি স্মৃতির আগুনে পুড়ে
হই বেদনা সন্ধানী ।


শীতের অতিথি

গোল টেবিলের আড্ডায় ভূগোল ভুলে
পরিনীতি পাঠ শেষে দুপুর গড়ায় শীতের শরীরে।
সঙ্গীত মনষ্কতার বিপরীত ভাষায় তোমার
ঈঙ্গিত মনের কুয়াশায় ভাষান্তর করে শাপেবরে।
পাতা ঝরা স্বভাবের ঝরে পড়া মনের আবেগে
বাড়তি সৌজন্য বোধে রঙকরা বেদনার
ফুল ঝরে অকাতরে।
ঘিত কুমারীর অম্লরসে প্রাণের আবেশে
তোমার মনের স্বপ্নছোঁয়া আধাঁরের
তিক্তচাষে ঘুণেধরে প্রেমের পরশে।
সাফকথা বলে দাও হৃদয়ের সভাঘরে।
অপারগতার আদরে আমি স্বপ্নের সাগরে
খুঁজি আনন্দের প্রীতি।তুমি মিলন সন্ধির
শর্তমূলে টেনে আনো শীতের অতিথি।

পালাবদল

দিন বদল হলেও মন বদল হয় না প্রিয়াদের। রসেবশে
আয়েশে আনন্দে ঘটে যায় প্রিয়রাজ্যে আরব বসন্ত।
মন বীজের জন্মের সুত্র আবিষ্কার করে অন্তর বিজ্ঞানী।
গৃহযুদ্ধ তবুও থামে না।

প্রিয়তমার আবেগ নাকি বিক্রয় অযোগ্য প্রসাধনী। মহাজনী
হার মানে আশ্বাসের শনির দশায়। চোখে আমদানি
প্রযুক্তির নজরদারীতে দেখে প্রেমের ছলনা।

দ্বৈত আত্মিকরণের খসড়া অনুমোদনে দ্বিধাম্বিত
প্রেমের শাসন। ত্রি-সীমানার গোলক ধাঁধায় উড়ে
রহস্যের রোবট আরোহী। ফুকুশিমা দুঃখ সরে না।

কলরেটের নাটকে বাটে পড়ে শাঁখের অভিমান।
দেখা হলে আবেগের টান বাড়ে ব্যাটেবলে। নকল হৃদয়ে
স্বার্থের চালানে আনে ছক্কার আগুন।

শর্তসাপেক্ষের গোপনীয়তা রক্ষা চলে অবিশ্বাসে।
সমতা বানচালের পায়তারা কলে বন্দি হয় প্রিয়মন।
খোলাদরপত্রে অন্তঃমিলের নেপথ্যে আত্মার
মোড়কজাত করে প্রলোভন।

ক্ষমতার বদল হলেও প্রেমিকের মন বদল হয় না।
প্লাস্টিকের কাক চিল ইটপাথরের গোঁজামিলে
ভুলে থাকে প্রগতির মিল।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test