E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অব্যক্ত

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩০:১৭
অব্যক্ত










 

মোঃ সিরাজ আল মাসুদ

ঘন্টা বেজে গেছে বিদায়ের
কিছু বলবার ছিলো প্রিয়,
দাফন কাফন শেষে বাবার কবরের পাশে
আমার কবর দিও।

ভুলে যেও মধুর স্মৃতি
যা ছিলো ধোয়াশা,
মনে রেখো দূঃখগাঁথা
তোমার অবচেতন মনের কুয়াশা।

আমি কে?
ছিলাম তোমার সাথে,
মুছে ফেলো তুমি
আমার মৃত্যু প্রভাতে।

যতটা যাতনা করেছি
সংক্ষিপ্ত এ জীবনে,
সকল কষ্ট দূর হলো আজ
অপূর্ণ এক মরনে।

চোখের জল ফেলে
হাসাইয়ো না আর,
আমি জানি, বিধাতাও জানে
কখনও আমি, ছিলাম না তোমার।

তোমার তো সবে শুরু
চলতে হবে অনেক পথ,
দ্বিধা না করে বেছো নিও তারে
যে নেবে শপথ।

মুক্তির আনন্দে
বাধ সাধিবে কে আর,
চির অসুখি জন
বিদায় নিয়েছে এবার।

স্বপ্ন পুষতে নেইকো মানা
যদি তাতে সুখ পাও,
তোমার সুখে সুখি সে জনা
জানবে সারা গাও।

নতুন নতুন আলপনা আঁকা
শাড়ী আর অলংকারে,
দেখিবে তোমায় নতুন করে
আদর মিশ্রিত সোহাগে।

আমি তখন অনেক দূরে
মরন যারে কও,
আশীর্বাদ থাকলো -
দাম্পত্য জীবনে অনেক সুখী হও।

পাঠকের মতামত:

১৬ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test