E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বর্গে যা নেই

২০২৫ মার্চ ০৮ ০০:১৩:১৬
স্বর্গে যা নেই










 

হাফিজ

গালে-কালো- তিল সেই সুন্দরী
স্বহস্তে ছুঁলে হৃদয় আমার,
বোখারা তো ছার, সমরখন্দ ও
খুশি হয়ে তাকে দেব উপহার।

স্বর্গে যা নেই, আমি যেন পাই
হে সাকি, বানাও এমন বিধান,
রুকনাবাদের নদীর কিনার,
মুসল্লার সে ফুলের বাগান।

খন্ডিত এই প্রেম দিয়ে আমি
পারি না বাঁধতে সে অপরূপাকে;
রং তিল চুল – কিছুই কিছু না
যদি লাবণ্য চোখেমুখে থাকে।

দিনে দিনে ইউসুফের যে রূপ
বাড়ছে চন্দ্রকলার সমান
সতীসাধ্বীর পর্দা সরিয়ে
জুলেখাকে দেবে সবলে সে টান।

গানে আর মদে জমাও আড্ডা
ভবরহস্য হাতড়ে কী লাভ?
বুদ্ধির পথে চললে কখনও
পাবে না কেউ এ ধাঁধার জবাব।

কান দাও, প্রিয়া, আমার কথায় :
ঘা দিয়ে যতইশেখাক জীবন,
নওজোয়ানেরা জানে, তার চেয়ে
ঢের বেশি দামী প্রাজ্ঞবচন।

আকথা-কুকথা বলেছ অনেক
তবু কোনো ক্ষোভ রাখি নি কো প্রাণে;
তুমি ঠিকই কালো : বিম্বাধরের
কটু কথাটাও মিঠে লাগে কানে।

বানিয়েছ তুমি এমন গজল
কথা দিয়ে গাঁথা মুক্তোর হার,
হাফিজ, তোমার ছত্রে ছত্রে
যেন ঝিকিমিকি তারার বাহার।।

পাঠকের মতামত:

২২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test