কিশোর কারুণিক’র তিনটি কবিতা

জীবন
ধারাপাতার মতো বিশ্বাসের পাটাতনে
ভুলের সিঁড়িগুলো আজ বড়ই পিঁচলে স্যাঁতস্যাঁতে
ভুল পথে ছুটাছুটি করতে গিয়ে মৃত্যুঘটে আমিত্বের
যা কখনো কেউ আশা করে না তবু বাধ্য হয়
হারানো পথে ডুব দিতে সাঁতার কাটতে।
যখন জীবন থমকে দাঁড়ায়
নিরাশার বালুকাময় চূড়াবালিতে
তখন আপন পর উন্মচিত হয় সূর্যের আলোক ছটার মতো
নিবু নিবু প্রদীপের আলোয় যখন সন্ধ্যা নামে
অচেনা সুর, চেনাজানা, চাওয়া পাওয়ার ঘুম ভাঙে
তখন কেমন মিষ্টি সুগান্ধি তালমাটাল করে
তোলে হৃদয় শরীর, মন।
মনমাতানো ধূসর স্বপ্নগুলো উঁকি দিতে থাকে
বিহঙ্গ ক্যানভাসে তখনো
শুকনো পাতার মর্মরধ্বনি, ঝিঁঝিঁপোকার ডাক,
কেউ শুনুক আর নাই শুনুক
আদিগন্ত রেখায় তা ধ্বনিত হয় জীবনের ছায়ছবিতে।
জীবন প্রেম চায়
জীবন ভালোবাসা চায়
জীবন আলো চায়,
জীবন জল চায়, তাপ চায়, বায়ু চায়
জীবন জীবন চায়
জীবনের প্রবাহমানতায়
সময়ের তালে রং বদলায় সময়
কখনো গ্রীস্ম, কখনো বর্ষা,
শরৎ হেমন্ত, শীত কখনো বসন্ত
হাওয়ায় হাওয়ায় ফুল ফোটে,
আবার হাওয়ায় ফুল ঝড়ে
ঝড়ে পড়ার কষ্ট চাপা পড়ে যায়
নতুনত্বেও সভ্যতার বর্ণালি বিজ্ঞাপনে
পরিশেষে জীবন বাঁচতে চায়,
জীবর বাঁচাতেও চায়।
হতেই থাকে
হেমন্ত না যেতেই অসময়ে শীতের উঁকিঝুঁকিতে
কাকডাকা ভোরে লম্ফঝম্ফ বাবুগিরি ভাবখানা
আজ প্রশ্নের সম্মুখিন।
কর্মের দোষ, রাহুর দোষ, কেতুর দোষ
পরিশেষে শনিবাবাজীর দোষ।
দোষ তো আছেই
তবে নির্দিষ্ট দোষটা কার?
ভাগ্যের দোষ?
দোষের ছেলেমানুষির কারণে মাথা নয়ানো
কতবার কতবার বিশ্বাসের প্রতি, আস্থার প্রতি।
না বিশ্বাস আস্থা কোনো কিছুই করতে পারে না
যা হবার হয়েই যায়
মান সম্মান যায়, অর্থ নাশ হয়, সম্পদ হারিয়ে যায়
তবু জীবন থেমে থাকে না
জীবন চলে হামাগুড়ি দিয়ে হয়তো একসময় দাঁড়াবই
সময় হাসে, অদৃশ্যরা হাসে, হাসে অনেকে
ভালো থাকার চেষ্টা করেও মানুষ
মানুষ থাকে না।
কিছু করার থাকে না
যা হবার হতেই থাকে হতেই থাকে।
সিংগুলারিটি
সিংগুলারিটি থাকা অবস্থায় তোমাকে চেয়েছিলাম
তাইতো বিগ ব্যাং হবার পরও তুমি আমার কথা ভাবো।
বস্তুগতভাবে তুমি কত দূরে
চেতনায় অনেক কাছে, পাশে
তখন ঘটে নিউক্লিয়ার সিন্থেসিস।
তার পরই তো নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ আরো কতকিছু
আদিগন্তের প্লাজামার মতো যেন তোমার হাসিমাখা মুখ
পড়ন্ত বিকালের শ্রান্ত ছায়াহীন পথ চলা
মাধবীর সুঘ্রাণে মোহিত যখন হিমের সমীরণ
তখনই তোমার আসা যাওয়া, স্বপ্ন দেওয়া স্বপ্ন নেওয়া
এ যে কী যে ভালোলাগা, কেটে যায় লক্ষ কোটি বছর
আনন্দের স্ফুরণ তখন জলন্ত বারুদের মতো নিঃশেষের তরে
মাইলের পর মাইল তীব্র বাতাসের গতিবেগে
উড়ছি, দৌড়াচ্ছি, ভাসছি
এক সময় কেটে যায় সেই মাহিন্দ্রক্ষণ
বাস্তবতার টিটুয়ান্টির ব্যবচ্ছেদে
কেউ ফকির, কেউ রাজা বাদসা
জীবনের চাহিদার কাছে মায়া, ভালোবাসা
যখন প্রশ্নের ব্যারিকেটে একের পর এক লাটিচার্জ
তখন একটি কথা সামনে আসে
হয়তো সিংগুলারিটি থাকাই ভালো ছিল।
পাঠকের মতামত:
- সমুদ্রে ভাসমান গুদামে পণ্য মজুদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
- গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ
- ষষ্ঠ-অষ্টমে ভর্তি বন্ধের নির্দেশ, বাড়ছে না প্রাথমিক শিক্ষার পরিসর
- ‘শিক্ষাখাতে সংকট কাটাতে সুশাসন-সংস্কারে মনোযোগী সরকার’
- ‘এ তো কেবল শুরু’ হামাসকে নেতানিয়াহুর হুঁশিয়ারি
- ইনু-মেনন-আনিসুল-দীপু মণি-সাদেক খান আবারও রিমান্ডে
- অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
- সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
- ঢাকার যেসব এলাকায় বায়ু আজ ‘ঝুঁকিপূর্ণ’
- জয়দেবপুর শহরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি
- মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে পুনর্বাসন করার আহবান জানালেন মোদাররেস আলী ইছা
- পঞ্চগড়ের জগদলে সড়ক দুর্ঘটনায় আহত ২
- ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
- মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা: নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে
- স্বর্ণের দামে নতুন ইতিহাস
- বৃহস্পতিবার থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা
- ভোজ্যতেলে ফের করসুবিধা চায় ট্যারিফ কমিশন
- ফরিদপুরে বহিস্কৃত ওয়ার্ড বিএনপি নেতা ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলে
- মিয়ানমারের আরসা প্রধান আটক
- অবৈবাহিক সম্পর্ক ও সম্মতি: সবকিছুই কি ধর্ষণ?
- সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন কাপাসিয়ার কৃতি সন্তান এডভোকেট ইকবাল হোসেন শেখ
- ঈশ্বরদীতে মোটরসাইকেল চোর চক্রের তিনজন আটক
- ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ
- সাংবাদিকতার ক্ষেত্রে আইন বহির্ভূত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- দুই নারী কসাই, আলোচনা সর্বত্রই!
- লিভার রোগের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা
- ‘বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন’
- জাতীয় প্রেসক্লাবে ইউনেস্কো বই প্রদর্শনী
- সঠিক ও মানসম্পন্ন পরিসংখ্যান ব্যতীত দেশের উন্নয় পরিকল্পনা ফলপ্রসু করা সম্ভব নয়
- দূষিত বায়ুর কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রোধে প্রয়োজন সতর্কতা
- ‘ভর্তি না করালে কি করে স্কুলে আসিস দেখে নিবো’
- ‘আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই’
- নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
- দলে যোগদান নিয়ে বিএনপির নতুন নির্দেশনা
- মুক্তিযুদ্ধের উৎকর্ষে একাত্তরের জুলাই এবং বন্ধু প্রতীম ভারত
- রমজানে গ্যাস্ট্রিক ও আলসার রোগীর স্বাস্থ্যের সমস্যা: সুস্থতার জন্য করণীয় ও বর্জনীয়
- ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ ক্যাম্পেইন
- কানেকটিকাটের ম্যানচেস্টারে মহিলা সমিতির পিঠা মেলা
- অদম্য মেধাবী এক কিশোরের গল্প, ভালো কলেজে ভর্তি নিয়েও সংশয়
- লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
- কিশোর কারুণিক’র তিনটি কবিতা
- কবি চন্দ্র কুমার দে লোক সাহিত্য পুরষ্কার পেলেন গোলাম সামদানী কোরায়শীসহ পাঁচ গুণীজন
- মানিক লাল ঘোষ’র কবিতা
- পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন