E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া বইমেলা ছুটির দিনে ফিরে পেল প্রাণ

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ২০:২৬:১৭
বগুড়া বইমেলা ছুটির দিনে ফিরে পেল প্রাণ

বগুড়া প্রতিনিধি : নানা আয়োজন, আর নানা ঘটনা নিয়ে শনিবার পর্দা নামবে বগুড়া বইমেলার। সেই সাথে নতুনের আহবানে শেষ হয়ে যাবে ক্রেতা-বিক্রেতা আর কবি সাহিত্যিকদের মিলনমেল। মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৮ দিনের বইমেলার শুক্রবার ছুটির দিন ছিল ক্রেতদের উপচেপড়া ভিড়। বিকেল থেকে সববয়সি ক্রেতাদের সমাগমে প্রাণ ফিরে পায় বগুড়া বইমেলা।

মেলার শেষ সময়ে এসে বিক্রি বেড়েছে আগের থেকে বেশি।মেলার শেষ সময়ে এসেও এসেছে নতুন বই। নাহিদ হাসান রবিন সম্পাদিত ছোট কাগজ অপরাজিত এর মোড়ক উন্মেচন করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্ উল আলম। কবি সুকুমার দাসের মে দিবসের তাৎপর্য প্রেক্ষিত বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ারুল ইসলাম। এছাড়া শিশুদের নিয়ে শিশুনাট্যদল ৪টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক এইচ আলিম এর পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, মীর্জা আহছানুল হক দুলাল, আছাদ হোসেন, আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল বাবলা, দপ্তর সম্পাদক শুভ ইসলাম, অর্থ সম্পাদক জাহিদুর রহমান মুক্তা, সহ সাধারণ সম্পাদক এম ববি খান, সাংগঠনিক সম্পাদক রাকিব জুয়েল, নির্বাহী সদস্য জয়ন্ত দেব, হাকীম মজিদ মিয়া, কবি জয়ন্ত দেব, কবি শিবলী মোকতাদির, কবি সারমিন সীমা, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি পরিমল কুমার বসাক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান স্কট, রাজু আহম্মেদ, হাবিবুর রহমান আশিক, রুবেল মিয়া, ফেরদৌস ওয়াহিদ সুমন, ফজলে রাব্বীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করে শিশুনাট্যদল, বিহঙ্গ আবৃত্তি পরিষদ, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠি, বগুড়া নান্দনিক নাট্যদলের নাট্যশিল্পিরা খলিলুর রহমান চৌধুরী নির্দেশিত নাটক আদাব মঞ্চস্থ করে। নাটকে অভিনয় করেন জাকি উল হক (জীবন মোল্লা) ও রবিউল আউয়াল সফল ও জহুরুল হক বাবুল।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test