E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দূর্গাপুরে ‘সোমেশ্বরীর এপার ওপার’ বইয়ের মোড়ক উন্মোচন

২০১৫ মার্চ ২৬ ১৪:৩৯:৫১
দূর্গাপুরে ‘সোমেশ্বরীর এপার ওপার’ বইয়ের মোড়ক উন্মোচন

দূর্গাপুর (নেএকোনা) প্রতিনিধি : জেলার দূর্গাপুর প্রেসক্লাব ও সাহিত্য সমাজের সহযোগিতায় দূর্গাপুর তথা সোমেশ্বরী বিধৌত অঞ্চল সম্বন্ধে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ পুস্তক সোমেশ্বরীর এপার ওপার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় স্থানীয় নৃ-তাত্বিক আদিবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

বর্ষীয়ান নেতা দূর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, কৃষকলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, ওপার বাংলার বিশিষ্ট লেখক ও গবেষক অনুকুল চক্রবর্তী, আদিবাসী লেখক ও গবেষক মনীন্দ্র নাথ মারাক, টেলিভিশন ও চলচিত্র পরিচালক এস বি বিপ্লব,উক্ত বইয়ের লেখক ওপার বাংলার স্নেহাশীষ চক্রবর্তী, সাহিত্য সমাজের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, আওয়ামী নেতা আবুল কাসেম প্রমুখ।

(এনএস/এএস/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test