E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলমগীর রেজা চৌধুরী’র কবিতা

দাদীমা গল্প ভুলতে থাকে

২০১৫ মে ২৬ ০১:৩১:৫৩

ভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে ল্যাম্পপোস্ট
ওর কাছে যাবে না , ও প্রাণ সংহারি ।
ব্লাকআউট নগরে আমরা ঘরের বাইরে যাবো না
দাঁতাল অস্ত্রধারী ভোজালি শানিয়ে অপেক্ষায় থাকে
অন্ধকারে লম্পটের হাত খামচে দেয়
কিশোরীর বুকের চূড়া ;
তা কোন গল্প নয় ।

রাত মানে অন্ধকার
কালো আফ্রিকার মুখ।
মাতৃগর্ভে কৃষ্ণ ছায়ায় কোন ক্রন্দন নেই-
আলোর অতিথি ও কাঁদছে কেন?
এত ভয় এত দ্বিধার আতঙ্কিত ছাপচিত্র
পৃথিবীর দেয়াল জুড়ে
এত দীনতায় জড়ানো মনুষ্য জীবন ।

প্রপিতামহের নগরে ল্যাম্পপোস্ট ছিল না ।
চাঁদের আলোয় যে ঝলমল রাত
তাতে দাদীমা বিরহী নায়িকা-

ল্যাম্পপোস্ট মায়া জ্বালিয়ে
শুঁয়াপোকার পাখনা পোড়ে
ল্যাম্পপোস্টের আলোয় কিশোরের লাশ পরে
উল্লাসে ছুটে যায় ঘাতক-
দাদীমা গল্প ভুলতে থাকে।



পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test