E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুল হায়দার এর কবিতা

 

কবি ও আধিপত্য

২০১৫ মে ২৬ ০১:৩৩:৩৫



কবি সময়ের অন্তর্ঘাত জানে
তাকে কেন শূন্য হতে বলো
সে তো অফুরন্ত অনিদ্রার ভ্রুণে
চুপ হয়ে থাকা একটি অখ-।

বোবা বাতাসের আশরীরে মিশে খাকা
বেদনার সবুজ স্বদেশ
ভাষার রক্তকে ছুঁয়ে সেও
যুদ্ধ ও যুদ্ধ বিরতিতে
অসংখ্য তারকার বুকে দোল খাওয়া
বিনাশের শেষ থেকে শুরু।

তাকে আশূন্যের গান গেয়ে
প্রলোভনে চুপ করে রেখে
ভুলের আকাশে উড়ে বেড়াও স্ববেগে
আর আমি যতবার উড়েছি
জন্ম ও মৃত্যুর বিভাজন আমাকে নির্মাণ
করেছে একটি পূর্ণ আধিপত্যের ।

কবি প্রতারক নয় বলে কবিতা সত্য হয়।

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test