E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পন্ডিত এর কবিতা

২০১৫ জুলাই ০৮ ১৮:১২:৫০
রুমা পন্ডিত এর কবিতা

সত্যি মিথ্যা

যে ডানায় ভর করে
মুহূর্তে বদলে ফেলি অস্তিত্ব
আজকের ছদ্মবেশ
আদ্যোপান্ত জীবন

জানি সেটা মিথ্যে।

কিছু পরিচিত পথ-ঘাটের আশেপাশে
যে গল্প লিখে রাখি,
যার কঠিন অংকগুলো
ইচ্ছেমত মিলিয়ে
দুইয়ে দুইয়ে চার করে দিই,

জানি সেটাও মিথ্যে।

জ্বলন্ত অনুভূতি নিংড়ে
যে রং বের করি
যাতে তুলি ডুবিয়ে আরামের আঁচড় কাটি

সব সব সব মিথ্যে।

এতোগুলো মিথ্যে বুনে বুনে
যে সুখবোধ,তা কিন্তু সত্যি !

এই মিথ্যে ডানাকে
মিছিমিছি জ্বালিয়ে দেওয়ারর যন্ত্রণা

সেটাও কিন্তু সত্যি !


আর আজ, দগ্ধডানার পাশে বসে
যে কান্না যে অশ্রু,যে ভাঙন
সব সব সব সত্যি



ছায়াপথ


অনেকদিন ছায়া দেখিনি
আজ তাই বলিষ্ঠ রাতে
পাড়ার শেষ বাতিস্তম্ভের নিচে
এসে দাঁড়িয়েছি,
যেখানে পোশাকি পরিচয় খুলে রেখে
আটপৌরে হয় পথ,
শুয়ে থাকে হিমের নক্সাকাটা
অন্ধকার জড়িয়ে,


দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম
আমার দীর্ঘ শান্ত ছায়া
নির্দ্বিধায় মাথা রাখলো পথের বুকে



বিসর্জিতা


মাকড়সারা জাল বুনেছে
ঢাকা পড়ে গেছে পিঠ ভরা কালো চুল
চোখ ধুয়ে অন্ধত্ব দিয়ে গেছে বৃষ্টি
দু গাল বেয়ে নেমে আসা কষ্ট
ঢেকে গেছে মিহি সুতোর আস্তরণে
পায়ের কাছে শুকনো পাতার স্তুপ
গা ভরা বিষাক্ত কীটের সংসার
কেউ দেখলো না.........

সংযমের শিকল ছিঁড়ে
বেরিয়ে এসেছে আর্তনাদ
মউবনি আঁচলের নিচে ঢেউ ভাঙার শব্দ
গুনগুন হাসিতে চোখ মোছে কান্না
বাড়ানো হাত থেকে ঝরে পড়ে
আকাশ ছোঁওয়ার তীব্র আকুতি
রাতের শরীর গেঁথে থাকে
অসংলগ্ন প্রলাপ
কেউ শুনল না......

আজ দীঘির জলে ভেসে উঠেছে
সলমা,জরি,চুমকি ছেঁড়া মালা
এবার তদন্ত হবে
নিখুঁত ও মনযোগি।




ফাঁদ

তুমি কি ঘুমচ্ছো সৃষ্টিকর্তা?
ঘুমোও নিশ্চিন্তে ঘুমোও,
যে বীজ তুমি ছড়িয়েছিলে
আজ তারা পরিণত
ফুল ফল কাঁটায় ভরা
হাওয়ায় ছড়াচ্ছে বীজ
ছড়াচ্ছে বিষ।

আমার নাগালে একটা বিষ গাছই আছে
খুব মিষ্টি ফল
সুন্দর ফুলে মালা গেঁথে
আমি সাজি
বীজ নিংড়ানো বিষাক্ত তেল
শরীরে মাখি,
এই গাছের ধুসর ছায়ায়
আমি ভালই আছি।
এখানে ক্লান্তি আসে
যন্ত্রণা আসে কান্না আসে
শুধু ঘুম আসেনা।

তুমি ঘুমোও সৃষ্টিকর্তা
নিশ্চিন্তে ঘুমোও
আমি জেগে থাকব সৃষ্টির ফাঁদে।




আলোর সন্ধানে

সারি সারি কত খাঁচা
রঙীন রংহীন
ছোট বড়, নানান ধাতুর
খোলা দরজা দিয়ে উঁকি মারছে
লোভনীয় সুখ,ভালবাসা
আকর্ষনীয় প্রতিশ্রুতি, অঙ্গীকার
রংচঙে স্বপ্নের অমোঘ হাতছানি।

পায়ে পায়ে খাঁচায় পা
তারপর মরণ শিকল!
বুদ্বুদের মত মিলিয়ে যায় আলো
ধুসর, গাঢ় ধুসর তারপর অন্ধকার
অন্ধগলি,গোলকধাঁধা
শুধু হাতড়ে হাতড়ে পথ চলা
......

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test