E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়দীপ চক্রবর্তী’র কবিতা

২০১৫ জুলাই ০৯ ২০:৩৬:৩৯
জয়দীপ চক্রবর্তী’র কবিতা






 

স্যাডো ৪১

শ্রাবণ দিনের ইচ্ছে
প্রতীক্ষা দীর্ঘ অভিমানে
বৃষ্টির রঙে ঝরেছে
ভাঙন নির্জন যাপনে

নিদ্রাহীন সময়ের গল্প
ভাষাই সুখদুঃখ জীবন
অন্ধকার জাগ্রত সংকল্প
সমতার বিশ্বাস সন্ধানী মন

জীবনের প্রয়োজনে মৃত্যু
ছায়ায় বিষয় যেমন পথিক
সময়ের প্রয়োজনে ঋতু
বন্ধন শ্বাশত সঠিক

মেঘ ছোঁয়া ইচ্ছেমতি
সহ্যে বিশ্বাসী শ্রাবণ মন
আকাশভরা আগুনে সম্মতি
বিষাদ খচিত প্রতীক্ষা ছুঁয়ে প্রাণপণ

‎স্যাডো ৪০

যতবার আগুন পথের চেনা অজানা সংকল্প হই লক্ষ্যভ্রষ্ট
অন্তর্গত আয়ুর দৃশ্য মেঘের পত্রবাহক অন্ধকারে সৃষ্ট

নৈঃশব্দের পাঠশালা সেনেট হলে ছিন্ন মনস্তাপ পরিতাপের রক্তক্ষরণ
হাততালির মোড়কে ভীষণ সর্বনাশে লজ্জায় মুখ ঢাকা সংবেদনশীলতার ব্যাকরণ

‪স্যাডো ৩৯

মনের মধ্যে তোমার অসম্মতি চারার ডালপাতা বিস্তার ।
ডালে ডালে উপেক্ষা ও উপহাসের ছান্দসিক ফুল ফুটেছে ।
টুকরো মোহ নদীতে ভাসিয়ে মগ্ন প্রার্থনায় ইচ্ছে নিস্তার।
পিঁপড়ের গতি,সমতার উপাদানে মন বিষাদ নির্জনে এঁকেছে।

নানারঙের দিন সেইসব ছবির বিশ্বাস অতিক্রান্ত মন।
জীবন মানে শুধুই কি সংসারী গৃহকোণ চিরন্তন বৃদ্ধি?
ছবির মধ্যেই আরো ছবি চুপিচুপি সম্ভবত সভ্যতার পেষণ।
এখানে যদিও এতটুকু কবিতা নেই শুধু অনুসন্ধিত্সু আয়না আত্মশুদ্ধি।

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test