E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পণ্ডিত এর কবিতা

২০১৫ আগস্ট ২২ ১৩:৪৮:১৭
রুমা পণ্ডিত এর কবিতা






 

আমি জেগে থাকি

রাতের চোখে যখন ঝিমুনি আসে
জানলার ধারের মাঠটায়
পৃথিবী নগ্ন হয়,
পেঁয়াজের খোসার মতো
একটা একটা করে
খুলে দেয় সব মোড়ক।
ভেতরে না শুকোনো ঘা গুলো
খোলা হাওয়ায় শিরশির করে ওঠে
চাঁদের আলোয় স্পষ্ট হয়
কালশিটের দাগ,
আমি আসতে আসতে
ওর ব্যথায় আঙুল ছোঁয়াই
পৃথিবীর ঠোঁট কেঁপে ওঠে
অভিমান ঝড়ে পড়ে বুক থেকে
আমার চোখ থেকে ঘুম উপড়ে
ওর কপালে রাখি
পৃথিবী ঘুমোয়
আমি জেগে থাকি।


ভুলে যাই


বাইরে দাঁড়িয়ে কেন?
দরজা খোলা আছে
সটান চলে এসো ভেতরে
যা কিছু অমূল্য রত্ন ছিল
সবগুলোতেই ঘষা কাচের মতো
সরু সরু চিড় ধরেছে
হারিয়্ব গেছে উজ্জ্বলতা
তাই কমে গেছে মূল্যও
হারানোর ভয় নেই
দরজা খোলাই থাকে এখন।

এইমাত্র মূল্যবান ভুল গুলোকেও
শুকনো পাতার সাথে
জ্বালিয়ে দিয়েছি উঠোনের একপাশে
জমাট ধোঁয়াও মিলিয়ে গেছে
এসো, এবার ভঙ্গুর অনুভূতিগুলোকে
গুঁড়ো করে নতুন নতুন ভুল বানাই
তারপর
ভুলে যাই পুরনো সব কিছু।

একটা মন

একটা মন খুব ঘরোয়া, ঘুমায় শাড়ির খুঁটে
একটা মন বেপরোয়া, বেড়ায় ছুটে ছুটে
একটা মন ঘড়ির কাঁটায়, দিব্যি পরিপাটি
একটা মন অগোছালো, গায়ে ধুলো মাটি
একটা মন সন্ধ্যে হলেই, মোম মাতানো রূপ
একটা মন অন্ধকারের গভীরে দেয় ডুব
একটা মন স্বচ্ছ এমন, বৃষ্টি জলে ধোয়া
একটা ময়লা মেঘের মত, যায় না তাকে ছোঁয়া
একটা জাগে স্বপ্ন নিয়ে, সখ চাদরের ভাঁজে
একটা একা খুব গোপনে নিষিদ্ধ ফল খোঁজে
একটা মন হাতড়ে বেড়ায় ঘরের ভিতর ঘর
একটা মন ছন্নছাড়া ফকির যাযাবর।


দিনের শেষে


সকালে জোড়া শালিখের ঠোঁট ছুঁয়ে
আগত দিনটাকে মনের মত করে
সাজিয়ে নিই
মোবাইলের বিশেষ নামের তালিকায়
সাজিয়ে রাখি পছন্দের রিংটোন
এক ঘেয়ে রান্নায় গরম মশলা ছিটিয়ে
একটু অন্যরকম মাত্রা দিই
সকালের ধুপের ধোঁয়া
কুণ্ডলী পাকিয়ে দুপুরকে ছুঁয়েই
মিলিয়ে যায়,
আমার অপেক্ষা ভীতু সরীসৃপের মতো
বুক ঘষে ঘষে এগোতে থাকে...

বিকেলের রোদ চলে যেতে যেতে
যখন পিছু ফিরে তাকায়
দেখি,শালিখ দুটোকে মুঠোয় ভরে
গুঁড়ো গুঁড়ো ধোঁয়া গায়ে মেখে
একটা অভিমানী বিষন্ন ব্যথা
আমার দিকে তাকিয়ে আছে।

স্বপ্নপুরুষ

বিভোর হয়ে আছি স্বপ্নে
বাসি মন্ত্রে আজও মশগুল
একটা হৃদয়,কত সুর গান
একটা বাগান নানা রঙে ফুল।

ফুরোয় ঋতু,ফের ফিরে আসে
নিয়ে আসে কিছু নতুন আশা
পুরনো গল্প শেষ হয়ে যায়
নতুন গল্পে সেই ভালবাসা।

বর্ষার মেঘ,রিমঝিম ফোঁটা
তীব্র দহন,ধু ধু মরুভূমি
নতুন নতুন মলাটের রং
নতুন গল্প,এক শুধু তুমি।

ক্লান্তিবিহীন এঁকে যাই ছবি
খুঁজে পেতে আনি আনকোরা রং
সব প্রেমে যেন তোমার ছায়াই
খুঁজি,শুনিনা মনের বারন।

কবেকার বাসি মন্ত্রে স্বপ্নে
আজো বিভোর, আজো বেহুঁশ
পথে প্রান্তরে আনাচে কানাচে
তোমাই খুঁজি স্বপ্নপুরুষ।

চিত্রযাপন


বারান্দায় দাঁড়িয়ে থাকে সে
কিশোরবেলা থেকে গতককল অবধি
তার আনাগোনা,
কখনো সালোয়ারের ওড়না
কখনো শাড়ির আঁচল।
শীত গ্রীষ্ম পরোয়া নেই
দু ফোঁটা বৃষ্টি এলেই
লাফ দড়িতে কিশোরী
আগুন দুপুরে,ঘামের সাথে
কয়েক ফোঁটা নোনা জল
শীত রোদের উষ্ণতায় মোড়া
কিছু গোপনীয়তায়...
সময়ের পর্দা জুড়ে
যখন তখন নিপুণ ভিডিওগ্রাফি
শত এডিটিং সত্ত্বেও
দৈর্ঘ্য বেড়েই চলেছে
শুরু থেকে সেই একই চিত্র
একই চরিত্র
একই আবহ
একই অনুভূতি...

চলচিত্রের পরবর্তী দৃশ্য
আগামীর বন্ধ খামে!

(আরপি/এসসি/আগস্ট২২,

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test