E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী নজরুল ইসলাম কে নিবেদিত ছড়া

২০১৫ আগস্ট ২৭ ১৭:০৪:২৯
কাজী নজরুল ইসলাম কে নিবেদিত ছড়া






 

জুলফিকার আলী


গানের পাখি,প্রাণের পাখি
কবিতায় ফোটা ফুল,
বিদ্রোহী কাব্যে শোষণ ও শাসনের
বিরুদ্ধে ফোটায় হুল-
ধারালো শব্দের আঘাতে শাসকদের গায়ে
বিঁধিয়েছিল শুল,
সবার প্রিয় কাজী নজরুল|

অগ্নিবীণা,বিষের বাঁশী
বাংলা সকল পেশাজীবী
আর মাঠের চাষী|
বাংলার হাওয়ায় ছন্দে,শব্দে বেড়ায়-
নজরুলের কাব্য,গান ভাসি|
অবিনাশী-
নজরুল তোমায় ভালবাসি|

তোমায় বজ্রকন্ঠের বাণী-
আজও ধ্বনিত হয় সারা বাংলায়!
যার নেই তুলনা|
অতুল-
সবার প্রিয় কাজী নজরুল|

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test