E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাকিল সারোয়ার

২০১৫ আগস্ট ২৮ ১৫:৩৮:৫২
শাকিল সারোয়ার






 

তুমি আজ না করো না

তিতিরের কোমলতা কুয়াশার কণা
চোখের ভেতরে ঘুম, ঘুমের ভেতরে নদী
জলদেহ ঢেলে ঢেলে গোড়ালি ছাপিয়ে যদি
খুঁজে নিতে চায় নরম সম্মতি

তুমি আজ না করো না
মগজে মননে ইচ্ছেরা দেয় হানা
ঊর্ণনাভের শীতল শরীর জানাও তোমার জানা

যতটা তুমি তোমার ভেতর লুকিয়ে ছিলে শ্মশান
পুড়িয়ে নিয়ো অজুত নিজুত সমুদ্রসন্তান

প্রসারিত প্রার্থনা
তুমি আর না করো না


চুম্বুক চুমুকে

একবার ফিরে তাকালেই অবিকল সত্যের হাত ধরে
তুমিও পৌঁছে যাবে নিরালা নদী
পাড়হীন দিগন্তরেখায়
বড্ড মিথ্যে মনে হবে সৌরশুন্যতা গাঁথা
দিন ও রাতের সুখকাব্য
একবার ফিরে তাকালেই ফেরার ইচ্ছেরা মেলবে ডানা
ও নদী ...
ঠিকানা পৌঁছে দিও তরঙ্গে
বহতা বাহুর আলিঙ্গনে
ডাহুকের ডাকে
কাকে আর ঘর ছাড়া করেছো তিমির তনয়া
আলোর পেছনে হাসি হাসি মুখ
একবার ফিরে তাকালেই ভালোবেসে খুব
ইচ্ছে করে চুম্বুক চুমুকে
চিরতরে হয়ে যাক নিশ্চুপ..




ক্ষুধার্ত ক্ষুধা

মানবতার শীর্ষ সীমান্ত উপকূলে
ঘুমিয়ে পড়ে তারা মরণ গর্ভমূলে
কৌতুহলী জীবন ভালোবেসে
আসেনি স্বপ্ন রুদ্ধ কপাট খুলে
ঘোলা আকাশ জ্বলছে বাতাস
তৃষ্ণায় ঠা ঠা মরু অন্তর
-তন্দ্রাঘোর চোখ
দুঃস্বপ্নে নয় বিত্রস্ত মৃত্যু ভয়
কেউ করেনিতো পরাজয়
এখানে কেবল ক্ষুধার রাত
ক্ষুধার প্রবল প্রাচীর
ক্ষুধার্ত ক্ষুধা খেয়ে বেঁচে আছে
প্রতিটি মানব শরীর
এখানে তবুও ধারালো ঠোঁটে
ভয়াল তীব্র সুখি
অপেক্ষার শকুন
যখন শীর্ণ শিশুটির মুখোমুখি


জাদুর জীবন

অহংরঙা অরগ্যান ক্যাকটাসে
সেদিন বিষাদ চূর্ণ বিকেল ঝুলছিলো ভুল ছিলো চোখে
না রঙ না রঙিন না বিবর্ণ দিন
নগ্ন নতুন যেন পবিত্র প্রাচীন
জলডোবা প্রহর ছুঁয়ে
আধ-মাতাল সন্ধ্যাটি ছিপি খুলে
করতলে ঢেলে দিলে
স্মৃতির শহরতলী ভেসে ওঠে অন্যমনে
ডুবে থাকা জাদুর জীবন
ক্রিস্টাল গবলেটে
আলতো চুম্বনে
দেখালে নেকাব খুলে
অপূর্ব অপমানে..........


ইচ্ছে হলে

ভালোই যদি বাসো
মিথ্যে করে
রোজ রাতে আর
সত্যি কেন আসো
স্বপ্নচূড়া খরার চোখে
জলের বানে ভাসো
ইচ্ছে হলে ভাঙ্গা চাঁদে
পূর্ণ প্রাণে হাসো ...

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test