E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আমিনুল ইসলাম এর কবিতা

২০১৫ সেপ্টেম্বর ০১ ২১:৪৩:১৩
আমিনুল ইসলাম এর কবিতা






 

দুঃসময়ের ইনিংস


এবং সেই সুযোগে একটা ডানাভাঙা হাফ সেঞ্চুরী
অতঃপর বোল্ড, ক্লিন বোল্ড!
তারপর--শূন্য রানে-একরানে-দশরানে..
বুঝতেই পারছেন- খেলা থেমে নেই
পক্ষ আছে-প্রতিপক্ষও আছে
দর্শকের কথা বলছেন?
গ্যালারিতে ঝড়ের ঢেউয়ের মতন উপচে উঠছে মাথা!

মাল্টি মিডিয়ার সাফল্যে রঙ বদলে যায়-
ঘর-ছুঁয়ে-থাকা অশোকপাতার
রঙহীন জল পায় রঙ ধারণের ক্ষমতা
তো কি করবে থার্ড আম্পায়ারের অনুগত চোখ!

হারতে হারতে হারতে-সময় হয়ে পড়েছে আন্ডারডগ
পরাজয়ে দেখে দেখে বেদনাবিধুর-
দিগন্তের দেয়ালে পিঠ ঠেকা দর্শকসারি
আবার গেঁয়ো গোঁয়ারের মতো কিছুটা নাছোড়বান্দাও
সে ক্কচিৎ হাফ সেঞ্চুরি করলেই দর্শক ভাবে-
এই বুঝি ফিরে এসেছে-ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ!

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test