E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাজী রোমানা

২০১৫ সেপ্টেম্বর ০৭ ০০:৩৫:১৪
কাজী রোমানা






 

উড়ন্ত , ছুটন্ত ,ভরন্ত,চিন্তিত মেঘদল

উড়ন্ত , ছুটন্ত ,ভরন্ত,চিন্তিত মেঘদল
কোথাও থামে না
ভয় হয়
পাছে গুম হোয়ে ঝরে যায়
উড়ে উড়ে তাই ফেনি নদী পাশে রেখে
মাতামহুরির বাঁক দিয়ে বরাবরের মতো সাঙ্গু নদী ----
চমৎকৃত কোনকোন ভাবনা যা কিন্তু চিন্তা না
অংকুরেই মরে যায়
তেমনি অর্ধমৃত নাগরিকেরা
যারা আসলে নাগরিক হোয়ে ওঠে না কোনদিন
বটতলা বাজারে ঘনিষ্ঠ হয়
আহা ,জীবন এইখানে সস্তায় পণ্য ----
বায়ুমন্ডলে জলীয় বাস্পের মতো কোন হাহাকার তৈরি হয় না
তথাপি জ্বালানির মূল্যবৃদ্ধি নাড়িতে টানায়
ভদ্রগণেরা কখনো প্রলেতারিয়েত হয় না
হতে জানে না,
অনিরাপত্তায় ভুগে
কেউ যদি জেনে যায় --তার পিতামহের গ্রামের নাম ---
কবুতরগুলো বিলুপ্ত হয়
তবু একা চলে না, কখনো
মানুষ একাএকা হেঁটে হেঁেট চলে যেতেযেতে
অনেক দূর যেয়ে , সব হারিয়ে যায় বুঝি
সে কোথাও আগায় নাই----
সে কোথাও হাঁটে নাইইই---
নৈঃশব্দের ভিতর কতগুলি আবেগ
চক্রাকারে তুমুলপ্রবল যন্ত্রণায় আকাশ ছুতে আঙুল কামড়ায় ----
মানুষেরই আঙুল ,বোধহয় ------!

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test