E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে কবিতা উৎসব অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ৩০ ১৫:০১:২৬
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে কবিতা উৎসব অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : ‘মানবসম্পদ উন্নয়নে কবিতা’ শ্লোগানে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা উৎসব ২০১৫। শনিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদ, সাতক্ষীরা এ উৎসবের আয়োজন করে।

সকালে উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতিম-লীর সদস্য আসলাম সানী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় গীতি কবি পরিষদের সভাপতি এমআর মনজু, নাট্য ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা খায়রুল বাসার, কবি ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, কবিতা উৎসব ২০১৫ এর আহবায়ক মোস্তাাফিজুর রহমান উজ্জ্বল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মন্ময় মনির, ঘোষণাপত্র পাঠ করেন কবি সালেহা আকতার, শোক প্রস্তাব পাঠ করেন আমিনুর রশীদ।উৎসবের প্রথম পর্বে কবি সাকিরা পারভীন, সাংসদ রিফাত আমিন ও প্রবীণ সাংবাদিক শেখ আব্দুস সোবহানকে ‘কবিতা উৎসব ২০১৫’ সম্মাননা প্রদান করা হয়।

এদিকে, উৎসবের ২য় পর্বে স্থানীয় দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ‘আধুনিক বাংলা কবিতা ও কবিতার পাঠক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কবি স ম তুহিন।

আলোচনা করেন- অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, বাংলা সাহিত্যের শিক্ষক আশুতোষ সরকার, কবি ও প্রাবন্ধিক সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ প্রমুখ।

এছাড়া উৎসবের বৈকালিক আয়োজন হিসেবে শুরু হয়েছে কবিতা পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেন-, মোস্তফা নুরুজ্জামান, সৈয়দ একতেদার আলী, মাসুদুর রহমান, আবু সাইদ, মন্ময় মনির, পার্থ প্রতীম সাহা প্রমুখ।

(আরকে/এএস/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test