E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো.আলী আশরাফ খান’র কবিতা

২০১৫ ডিসেম্বর ০৮ ১৮:৫৩:৪১
মো.আলী আশরাফ খান’র কবিতা







 

কে আছো হবে মহিয়ান

আমার প্রিয়তম গর্ভধারিণী মা-এ দেশ
আমার এ জন্মভূমি, আমার লালিত স্বপ্ন
আমার এযে জন্মদাতা পিতার আদর-স্নেহ
আমার গর্বের অতি প্রিয় সোনালী এ স্বদেশ।

তোমাকে পাবার জন্য বিলিয়ে দিলাম সব
তোমার অগণিত মায়ের আদরের সন্তান,
তোমাকে ভালবেসে মা-বোন হারালো সম্ভ্রম
তোমার বদৌলতে বাংলা হলো রক্তে লাল।

তুমি বাংলা আমার অবিনাশী মধুর শ্লোগান
তুমি আমার জয়-হৃদয়ে নদীর এক কলতান,
তুমি আমার বিনম্র শ্রদ্ধা-বিশ্ব জয়ের সুরেলা গান
তুমি আমার আলোকিত ভূবন-স্রষ্টার অপূর্ব দান।

বিজয়ের এ দিনে আজ শত শকুন নৃত্য করে!
বিজয়ের আনন্দ ম্লান হয়ে মা বোনের অশ্রুঝরে,
বিজয়ের সুর নেই আবাল-বৃদ্ধ-বণিতার অন্তরে
বিজয়ের মাস! কুচক্র ষড়যন্ত্র অবিরাম খেলা করে।

জয়ের স্বাদ বুকে লয়ে কে আছো ধরবে হাল
জয়ের মহাআনন্দে শক্তি সঞ্চারে তুলবে পাল,
জয়ের নেশায় মাতাবে বিশ্ব-বিশ্বে শান্তির অন্মেষণ
জয়ের মহাত্মতায় তোমরা অশুভ শক্তি করবে ধ্বংস
জয়ের মেধা-মননে আছো কে হবে আজ মহিয়ান?

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test