E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হানিফ রাশেদীনের কবিতা

২০১৫ ডিসেম্বর ০৯ ১৬:১৮:২২
হানিফ রাশেদীনের কবিতা







 

চলার পথে

বনে বনে ফোটে কুসুম
নেই সেই পাখি;
প্রতিদিন আসে
সকাল বিকেল দুপুর
পশ্চিমাকাশে নামে সন্ধ্যা
এই বুকে
সেই সুরের ঝঙ্কার।
কোথায় বসতি তার!
আমার চলার পথে
সারাক্ষণ
তার পায়ের আওয়াজ;
সেই দৃষ্টি
আর আমার চোখ
যদি এক হয় কোনোদিন
কী হবে তবে-
তার গায়েও যদি লাগে
আমার গায়ের কলঙ্ক?
সে তো জানে না
এই বুকের অভ্যন্তরে
যে ছাইয়ের স্তুপ-
পুড়ে পুড়ে সেই আমি
তার রূপের আগুনে।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test