E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরার আমজাদকে জার্মান রাষ্ট্রদূতের শুভেচ্ছা

২০১৪ জুলাই ১৩ ১৪:৫২:১৬
মাগুরার আমজাদকে জার্মান রাষ্ট্রদূতের শুভেচ্ছা

মাগুরা প্রতিনধি : বিশ্বকাপ ফুটবলে জার্মানির সমর্থক কৃষক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ভন ভাইয়ের।

জার্মানির সমর্থক আমজাদের সাড়ে তিন কিলোমিটার পতাকাটি দেখাতে মাগুরা স্টেডিয়ামে হাজির হন জার্মান রাষ্ট্রদূত। শনিবার দুপুরে জার্মান রাষ্ট্রদূত মাগুরা স্টেডিয়ামে জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেনের তৈরি করা সাড়ে ৩ কিলোমিটার পতাকা দেখেন।
কৃষক আমজাদ জার্মান দলের জন্য নিজ খরচে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। ৫০ শতক আবাদি জমি বিক্রি করে এই পতাকা তৈরিতে তিনি প্রায় দেড় লক্ষ টাকা খরচ করেন।
জার্মান সরকারের পক্ষ থেকে আমজাদ হোসেনকে জার্মান ফুটবল একাডেমীর ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ, জার্মান জাতীয় দলের একটি জার্সি, ফুটবল, এবং অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়। একই সময়ে আমজাদ হোসেন ও জেলা প্রশাসন রাষ্ট্রদূতকে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস উপহার দেন।
অনুষ্ঠানে কৃষক আমজাদ হোসেন বলেন, ১৯৮৭ সালে যখন কোন ওষুধেই তার ব্যক্তিগত একটি কঠিন রোগ ভাল হচ্ছিল না, তখন জার্মান হোমিও প্যাথির একটি ওষুধ খেয়ে তার রোগ ভাল হয়। এর পরই তিনি জার্মানির প্রতি এতটা কৃতজ্ঞ।
এ সময় স্টেডিয়ামে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ভন ভাইয়ের, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তারেক, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও কৃষক আমজাদ হোসেন।
জার্মান রাষ্ট্রদূত বলেন, কৃষক আমজাদ সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ যে জার্মান পতাকা তৈরি করেছেন তা জার্মানীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আনন্দিত তার এই ভালবাসায়।
(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৪)

















পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test