E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০২২ সালের স্বাগতিক কাতার বিশ্বকাপের স্টেডিয়ামসমূহ (ভিডিও)

২০১৪ জুলাই ১৫ ১৭:১৪:৫৪
২০২২ সালের স্বাগতিক কাতার বিশ্বকাপের স্টেডিয়ামসমূহ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিল বিশ্বকাপের মহাযজ্ঞ সদ্য শেষ হলো। এবার পালা আসছে রাশিয়ার। তবে বসে নেই ২০২২ সালের স্বাগতিক কাতারও। এরইমধ্যে দেশটিতে নির্মিত হচ্ছে চোখ ধাঁধানো ডিজাইনের নজরকাড়া সব স্টেডিয়াম। চলুন জেনে ও দেখে নেওয়া যাক সেগুলো।

কাতার তাদের বিশ্বকাপকে ইতিহাসের সেরা আয়োজন হিসেবে বিশ্বফুটবলের কাছে স্মরণীয় করে রাখতে যে স্টেডিয়ামগুলো নিয়ে কাজ করবে, তার সংক্ষিপ্ত রূপরেখা বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো:


২০২২ সালে কাতারে অবাক করা স্টেডিয়ামের মধ্যে রয়েছে দোহার পোর্ট স্টেডিয়াম। দশটি নতুন স্টেডিয়ামের মধ্যে এটি অন্যতম।


দ্যা আল-ওয়াকরাহ স্টেডিয়ামটি বানানো হবে ঐতিহ্যবাহী ধাউ নৌকার আদলে। তবে এর ডিজাইন নিয়ে বিতর্ক রয়েছে।


সাইড ভিউ থেকে দোহার পোর্ট স্টেডিয়াম।



কাতারের ঐতিহ্যবাহী সাদা-কালো তাঁবুর আদলে তৈরি হচ্ছে আল বায়াত স্টেডিয়ামে।


ছবির মতো কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম।


সমুদ্র সৈকতের কোল ঘেঁষে আল শামাল স্টেডিয়াম।

কালারফুল কাপড় ধোয়ার ঝুড়ির আদলে তৈরি আল গাফারা স্টেডিয়াম।

দৃষ্টিনন্দন আল খোর স্টেডিয়াম।

৪০ হাজার দর্শকের আল রায়ান স্টেডিয়াম।

আম সালার স্টেডিয়াম।

জলঘেরা লুসাইল স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

ঐতিহ্যবাহী অ্যারাবিয়ান তাঁবুর আদলে তৈরি হবে স্পোর্টস সিটি স্টেডিয়াম।


(ওএস/পি/জুলাই ১৫,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test