E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়া বিশ্বকাপে ১৯.৫ বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা

২০১৪ জুলাই ১৫ ১৭:৩২:১১
রাশিয়া বিশ্বকাপে ১৯.৫ বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আয়োজক দেশ রাশিয়া ব্রাজিল বিশ্বকাপ-২০১৪ শেষ হওয়ার পর পরেই আবার পরের বিশ্বকাপ রাশিয়া-২০১৮ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে৷ এখনও তাদের যা পরিকল্পনা, তাতে ২০১৮ বিশ্বকাপের জন্য মোট ১২টা স্টেডিয়াম তৈরি করতেই ১৯.৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার৷

দেশের কালিনিংগ্রাড, কাজান, মস্কো , নিজনি নভোগোরোড, রস্তোভ-অন-ডন, সেন্ট পিটার্সবার্গ, সামারা, সারানস্ক, সোচির মতো মোট ১১টা শহরে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো৷ বিশ্বকাপের খরচের সিংহভাগ নাকি আসবে ফেডারেল ফান্ড তৈরি করে৷

বাকিটা অন্যান্য বিনিয়োগের মাধ্যমে৷ নতুন সড়কপথ, হাইওয়ে এবং অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করে দেশের সামগ্রিক পরিকাঠামোকেই বদলে ফেলতে চায় রাশিয়া৷

(ওএস/পি/জুলাই ১৫,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test