E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিষেকেই জয় তুলে নিলেন বার্সার নতুন কোচ

২০১৪ জুলাই ২১ ১৬:৪০:৪৮
অভিষেকেই জয় তুলে নিলেন বার্সার নতুন কোচ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অভিষেকটা ভালোই হলো লুইস এনরিকের নতুন কোচ হিসেবে। তার অধীনে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে দ্বিতীয় বিভাগের ক্লাব রিক্রিয়েটিভো ডে হায়েলভাকে পরাজিত করেছে।

তারকা স্ট্রাইকার লিওনেল মেসি, নেইমার এবং নতুন চুক্তিভুক্ত লুইস সুয়ারেজের অনুপস্থিতিতে এনরিকে বদলি বেঞ্চ এবং বি দলের তরুণদের ওপরই আস্থা রেখেছিলেন। আর তার আস্থার প্রতিদান দিয়ে ২১ বছর বয়সী হুয়ান রোমান ৬৫ মিনিটে কাতালানদের পক্ষে জয়সূচক গোলটি করেন।

এর কয়েক সেকেন্ড আগে বার্সেলোনার মূল দলের ২০ বছর বয়সী ফরোয়ার্ড জেরার্ড ডেলোফের একটি শক্তিশালী শট গোলরক্ষক ডানি সোট্রেস আটকে দেন। পুরো ম্যাচেই অবশ্য স্বাভাবিক ভাবেই বার্সেলোনার আধিপত্য ছিল। কিন্তু স্বাগতিকদের জালে বল জড়ানো ছাড়া সব কিছুই তারা করেছে।

প্রথমার্ধে অবশ্য তেমন কোনো আক্রমণ চালাতে পারেনি কাতালানরা। দ্বিতীয়ার্ধে এনরিক তার দল পরিবর্তন করে মাঠে নামান। এক বছর পরে এভারটন থেকে পুনরায় ক্লাবে ফিরে আসা ডেলোফেকে নামানোর পরে দলের চেহারার পরিবর্তন আসে।

তার প্রথম শট পরাস্ত হবার পরে ম্যাচ শেষের দুই মিনিট আগে ইব্রাহিম আফেলেওর কাছ থেকে বাড়ানো বলে ডেলোফের জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসে। বার্সেলোনার হয়ে কাল প্রথম মাঠে নেমেছিলেন জার্মান জাতীয় দলের গোলরক্ষক মার্ক-আন্দ্রেটার স্টেগেন।

দ্বিতীয়ার্ধে জোর্দি মাসিপের স্থানে তাঁকে মাঠে নামান এনরিকে। গত মৌসুমে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার পর বার্সেলোনা তাদের বেশ কয়েকজন তারকাকে বিদায় জানিয়েছে। এদের মধ্যে কার্লেস পুয়ল, গোলরক্ষক ভিক্টর ভালদেস এবং মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস অন্যতম।

তবে দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ও চুক্তিভুক্ত করেছেন। যাদের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক টার স্টেগেন এবং ক্লডিও ব্র্যাভো এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test