E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিব ফিরছেন জিম্বাবুয়ে সিরিজেই!

২০১৪ জুলাই ২১ ১৬:৪৯:১৪
সাকিব ফিরছেন জিম্বাবুয়ে সিরিজেই!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আচরণগত সমস্যার কারণে ছয় মাস নিষিদ্ধ রয়েছেন। তিনি একই সাথে দেড় বছর বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন না। নিজের ভুল বুঝতে পেরে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র নিকট আপিল করেছেন সাকিব। এবং নিজের কৃতকর্মের জন্যে জনসম্মুখে ক্ষমাও চেয়েছেন।

তবে সহসাই রেহাই পাচ্ছেন না তিনি। মাঠের বাহিরে থাকতে হতে পারে বেশ কিছুদিন। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না এতটুকু পরিষ্কার। এরপর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ।

মাঝে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এশিয়ান গেমস খেলবেন। বিসিবি সূত্র জানিয়েছে এশিয়ান গেমসেও খেলার সুযোগ পাবে না সাকিব। এ বিষয়ে বোর্ড কর্তারা কেউই মুখ খুলতে রাজি হননি।

বোর্ডের সবাই তাকিয়ে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে। কারণ সাকিবের নিষেধাজ্ঞার বলটা এখন সভাপতির কোর্টে।

বিসিবির আরেক সূত্র জানিয়েছে, ছয় মাসের বদলে সাকিবকে হয়তো তিন মাসের সাসপেনশন কাটাতে হবে। এবং ঘরোয়া ক্রিকেট খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে।’

এ হিসেবে অক্টোবর মাসেই হয়তো তাকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে। এদিকে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান আকরাম খান। এ বিষয়ে তিনি বলেন, ‘কোচের সঙ্গে সাকিবের দেখা হয়েছে। দ্রুত মাঠে ফিরতে চায় সাকিব। সে (সাকিব) জানিয়েছে মাঠে ফিরতে পারলে সে ভুলগুলোকে সহজেই শুধরে নিতে পারবেন।’

এদিকে, পরিচালনা বিভাগের প্রধান হিসেবে আকরাম খানের চাওয়া কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে চাই সে জিম্বাবুয়ে সিরিজ খেলুক।’

এতো গেল জাতীয় দলের নিষেধাজ্ঞা। বিদেশি লিগগুলোর কি হবে? বিসিবির একাধিক সূত্র জানাচ্ছে, দেড় বছর যে বিদেশি লিগ খেলায় নিষেধাজ্ঞা আছে, তা কমার সম্ভাবনা কম। আর কমলেও অন্তত এক বছর পর আইপিএল, বিগ ব্যাশ ও ক্যারিবীয় প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন সাকিব।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test