E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনাইটেডের অধিনায়কত্ব পাচ্ছেন পার্সি!

২০১৪ জুলাই ২১ ১৭:১৯:৫১
ইউনাইটেডের অধিনায়কত্ব পাচ্ছেন পার্সি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নেদারল্যান্ডসের অধিনায়ক রবিন ভন পার্সি ম্যান ইউয়ের বর্তমান অধিনায়কের হাল ধরার যোগ্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক এবং সাবেক ইংলিশ ফুটবলার ব্রায়ান রবসন মনে করেন। এ মৌসুমেই পার্সিকে অধিনায়কের দায়িত্ব দিতে ক্লাবকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বর্তমানে ইউনাইটেডে কোনো অধিনায়ক নেই। নেতৃত্বের সমস্যায় পড়া ভ্যান গাল তাই মৌসুম শুরুর আগে নতুন অধিনায়কের খোঁজ করছেন। এ মৌসুমে নেমানজা ভিদিক ইন্টার মিলানে নাম লিখিয়েছেন, জুভেন্টাসের হয়ে খেলতে চাইছেন প্যাট্রিক এভরা। তাই মাইকেল ক্যারিক, ওয়েইন রুনি ও ভন পার্সির উপরই আস্থা রাখতে হতে পারে ভ্যান গালকে।

কিন্তু মিডফিল্ডার ক্যারিককে চলতি মৌসুমে দলে পাচ্ছেন না ভ্যান গাল। গোঁড়ালিতে চোট পেয়ে ১০-১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ক্যারিক। রুনি চাইছেন তাকে পুরো মৌসুমের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক। আবার ডাচদের হয়ে বিশ্বকাপে অসাধারণ নেতৃত্ব দেওয়া পার্সিও রয়েছেন অধিনায়ক হওয়ার দৌড়ে।

এমন অবস্থায় রবসন বলেছেন, ‘রুনি এবং পার্সি ম্যান ইউয়ের অধিনায়ক হওয়ার যোগ্য। তবে পার্সি যেহেতু ভ্যান গালের সঙ্গে জাতীয় দলে কাজ করেছে, সেহেতু পার্সিই হবে ম্যান ইউয়ের যোগ্য অধিনায়ক।’

প্রাক মৌসুমে ম্যান ইউ বর্তমানে আমেরিকায় অবস্থান করছে। রবসন বলেন, ‘আমি খুব বিস্মিত হব, যদি পার্সিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া না হয়।’

পার্সি ডাচদের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ। ২০১২ সালে ম্যান ইউতে যোগ দিয়ে তিনি মাঠে নেমেছেন ৫৯টি ম্যাচে। সাবেক ক্লাব আর্সেনালের হয়ে তিনি খেলেছেন ১৯৪টি ম্যাচ। তারও আগে ক্লাব দল ফিয়েনর্ডের হয়ে মাঠে নেমেছিলেন ৬১টি ম্যাচে।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test