E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে মাঠে নেমেছেন মাহেলা

২০১৪ আগস্ট ১৬ ১৬:৩৯:৪২
টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে মাঠে নেমেছেন মাহেলা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মাহেলা জয়বর্ধনে পাকিস্থানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটকে তা সবাইকে আগেই জানিয়ে দিয়েছিলেন। কলম্বোতে এই গ্রেট ক্রিকেটার খেলছেন ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংস। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২ রান নিয়ে অপরাজিত আছেন এই গ্রেট ক্রিকেটার। তার সঙ্গী হয়ে উইকেটে আছেন আরেক ‘গ্রেট’ কুমার সাঙ্গাকারা। তিনি অপরাজিত আছেন ২৯ রানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান।

এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলংকার দুই ওপেনার উপল থারাঙ্গা (৪৫) ও সিলভা(১৭) আব্দুর রহমানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে সরফরাজ আহমেদের অভিষেক সেঞ্চুরিতে কলম্বো টেস্টে ১২ রানের লিড পায় সফরকারী পাকিস্তান। শনিবার টেস্টের তৃতীয় দিনে অলআউট হওয়ার আগে ৩৩২ রান সংগ্রহ করে মিসবাহর দল। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলংকার সংগ্রহ ছিল ৩২০ রান।

লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ ১২৭ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৯ উইকেট লাভ করেন। অপর উইকেটটি নেন পেরেরা। ৯ উইকেট নেয়ার পথে চলতি বছর প্রথম বোলার হিসেবে টেস্টে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন হেরাথ। এ বছর তার উইকেট সংখ্যা ৫১ তে দাঁড়ালো।

শনিবার ৬ উইকেটে ২৪৪ রানে ব্যাট করতে নামে সফরকারীরা। দিনের প্রথম ঘণ্টায় আবদুর রেহমান (১৬) ফিরে গেলে অষ্টম উইকেটে ওয়াহাব রিয়াজকে নিয়ে ২৮ রানের কার্যণকরী জুটি গড়েন সরফরাজ। দলীয় ৩০১ রানে ওয়াহাব (১৭) যখন ফিরে যান তখন সেঞ্চুরি থেকে সামান্য দূরে ছিলেন সরফরাজ। আজমল (৪) ও জুনায়েদকে (১৩) নিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পাকিস্তানের পক্ষে সরফরাজ আহমেদ ১০৩ ও আহমেদ শেহজাদ ৫৮ রান করেন। আসাদ শফিক খেলেন ৪২ রানের ইনিংস। আজহার আলীর সংগ্রহ ৩২ রান। এর আগে উপুল থারাঙ্গার ৯২ ও কুসল সিলভা ও ম্যাথুজের মাঝারি মানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩২০ রান সংগ্রহ স্বাগতিক শ্রীলঙ্কা। কুসল সিলভা ৪১ ও ম্যাথুজ করেন ৩৯ রান। শেষের দিকে ওয়ালেগাদারা ২৭ রানের কার্যাকরী ইনিংস খেলেন।

পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান পাঁচটি এবং ওয়াহাব রিয়াজ নেন তিনটি উইকেট। আবদুর রেহমান ও সাঈদ আজমল নেন একটি করে উইকেট। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।


(ওএস/পি/অাগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test