E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যর্থতার মেঘে ঢেকে আছে ভারতের আকাশ

২০১৪ আগস্ট ১৭ ১৮:৩২:৪০
ব্যর্থতার মেঘে ঢেকে আছে ভারতের আকাশ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। একের পর এক ব্যাটিং ব্যর্থতা তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। ওভালে ভারতের করা ১৪৮ রানের জবাবে প্রথম ইনিংসে সাত উইকেটে ৩৮৫ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। ২৩৭ রানের লিড ইংলিশদের। হাতে এখনও তিন উইকেট রয়েছে। ক্রিজে ৯২ রানে রুট ও ১৯ রানে জর্ডান অপরাজিত আছে।

৬২ রানে শনিবার দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। স্কোরবোর্ডে চার রান যোগ হতেই সাজঘরে ফিরেন রবসন। বারুণ অ্যারন ইংলিশ শিবিরে প্রথম আঘাত করেন। এরপর দ্বিতীয় উইকেটে কুক ও ব্যালেন্স ১২৫ রানের জুটি বেঁধে ভারতের রান টপকে যায়। দলীয় ১৯১ রানে এই জুটি ভাঙ্গেন ডানহাতি পেসার অ্যারন। কুককে ৭৯ রানে সাজঘরে ফেরত পাঠান অ্যারন। ১৯১ রান থেকে ২২৯ রান পর্যন্ত যেতেই আরো ৩ উইকেট হারায় স্বাগতিকরা। একে একে সাজঘরে ফিরেন ব্যালেন্স (৬৪), ইয়ান বেল (৭) ও মঈন আলী (১৪)। এরপর ৬ষ্ঠ উইকেটে ব্লাটারকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন রুট। ৮০ রান যোগ করেন এই জুটি। ইনজুরি থেকে ফিরে আসা ইশান্ত শর্মা এই জুটি ভাঙ্গেন। অলরাউন্ডার ব্লাটার ৭৩ বলে সাত বাউন্ডারিতে ৪৫ রান করেন। নয় রান যোগ হতেই দিনের শেষ উইকেট হারায় ইংল্যান্ড। ওয়াকস রানের খাতা খোলার আগে ভুবনেশ্বরের বলে আউট হন।

দিনের বাকিটা সময় দেখেশুনে পার করেন জর্ডান ও রুট। রুট ১২৯ বলে ১৩ বাউন্ডারি ও এক ছক্কায় ৯২ রান করেছেন। জর্ডান ২৫ বলে দুই চারে করেছেন ১৯ রান।

(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test