E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা

২০১৪ আগস্ট ১৮ ১৩:১৬:৩২
সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : হাশিম আমলার শতকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৩ রানের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে ১-০তে এগিয়ে গেলো তারা। দক্ষিণ আফ্রিকার করা ৩০৯ রানের জবাবে ৪৯.৫ ওভারে ২১৬ রানে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে গেলে ৯৩ রানে জিতে যায় সফরকারিরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা। এছাড়া শেন উইলিয়ামস ৫১ এবং অধিনায়ক এলটন চিগুম্বুরা করেন ৩৬ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে ইমরান তাহির ও ফানগিসু তিনটি করে, পারনেল দু’টি এবং ম্যাকলারেন ও ডুমিনি একটি করে উইকেট শিকার করেন।

এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারি দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৯ রানের বড় স্কোর গড়ে। ওপেনার হাশিম আমলার হার না মানা ১২২ রান এবং অপর ওপেনার কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসিসের অর্ধশতকের কল্যাণে ওই স্কোর গড়ে সফরকারিরা।

উদ্বোধনী জুটিতে হাশিম আমলা এবং কুইন্টন ডি কক ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। কুইন্টন ডি কক আউট হন ৬৩ রান করে। এটি তার প্রথম ওয়ানডে অর্ধশতক। এর আগে তিনি ওয়ানডেতে পাঁচটি শতক হাকিয়েছেন। আটটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে তার ইনিংসটি সাজান তিনি।

এরপর ওয়ানডাউনে নামা ফাফ ডু প্লেসিসকে সাথে নিয়ে হাশিম আমলা ১২৩ রানের আরো একটি বড় পার্টনারশিপ গড়েন। ৫৯ রান করেন ফাফ ডু প্লেসিস। এটি তার অষ্টম ওডিআই অর্ধশতক।

প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স দ্রুতগতিতে ১২ বলে দুটি ছক্কার সাহায্যে ২১ রান করে আউট হন। শেষদিকে ডুমিনির ১১ বলে অপ: ২২ রানের তিনশ’ রানের কোটা অতিক্রম করে। হাশিম আমলা অপরাজিত থাকেন ১২২ রানে।

এটি তার ১৫তম ওয়ানডে শতক। তার ১৩২ বলের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও তিনটি বিশাল ছক্কার মার রয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা।

(ওএস/পি/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test