E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্দাজে ব্যাট ঘোরায় না গেইল : টেন্ডুলকার

২০২০ অক্টোবর ২৫ ১৭:৪২:০৭
আন্দাজে ব্যাট ঘোরায় না গেইল : টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক : মারকুটে ব্যাটসম্যান হিসেবে বিশ্বজোড়া খ্যাতি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের। তিনি যেদিন ছন্দে থাকেন, সেদিন প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম করে দিয়েই ক্ষান্ত হন। বিধ্বংসী ব্যাটিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে ভোলেন না গেইল। এবারের আইপিএলেও আভাস মিলছে তেমন কিছুর।

তাই বলে যে বলের মেধা গুণাগুণ বিচার না করেই আন্দাজে ব্যাট ঘোরান গেইল- এমনটা কিন্তু নয়, বরং বোলার ও বলের মেধা বুঝেই ছক্কা হাঁকান তিনি। খোদ ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের কাছ থেকে এই প্রশংসাবাক্য পেয়েছেন গেইল।

এবারের আইপিএলে গেইলের ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ টেন্ডুলকার। প্রথমে টিম কম্বিনেশন ও পরে শারীরিক অসুস্থতার কারণে আসরের শুরুর সাত ম্যাচ খেলতে পারেননি। অষ্টম ম্যাচ থেকে মাঠে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি দায়িত্বশীলতারও পরিচয়ও দিচ্ছেন গেইল। যা কেড়েছে টেন্ডুলকারের দৃষ্টি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় টেন্ডুলকার বলেছেন, ‘যখন গেইলের ব্যাপারে আলোচনা হয়, তখন সবাই শুধুমাত্র বিগ হিটিংয়ের ব্যাপারেই কথা বলে। অনেকেই হয়তো জানে না, গেইল আসলে স্মার্ট একজন ক্রিকেটার। সে অবশ্যই বিগ হিটার, এতে সন্দেহ নেই। কিন্তু সে একজন স্মার্ট ক্রিকেটার এবং চালাক মানুষ।’

এসময় গেইলের ব্যাটিংয়ের ধরন বিশ্লেষণ করে টেন্ডুলকার আরও বলেন, ‘যখন গেইল কোনো বোলারকে হুমকি মনে করে, যে তাকে আউট করতে পারে, সে তখন শুধু সিঙ্গেল নিয়ে হলেও ওভারটা কাটিয়ে দেয়। এরপর অন্য কোনো বোলারদের বেছে নেয়। এই যেমন সেদিন, তুষার দেশপান্ডের এক ওভারে ২৬ রান নিয়ে নিলো।’

‘তাই আমি বলছি, গেইল একজন স্মার্ট ক্রিকেটার। কখনও ভাববেন না যে, গেইল আন্দাজেই প্রতি বলে ব্যাট ঘোরায়। সে এমনটা করে না। বরং উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করে, গতি ও বাউন্সটা পরখ করে নেয় এবং বোলারের শক্তির দিকটাও বুঝে নেয়। এরপরই সে সিদ্ধান্ত নেয় যে কোন বোলারের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করবে।’

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test