E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বুল ফাইটিংয়ে ধর্মঘট চলছে কলম্বিয়ায়

২০১৪ আগস্ট ১৯ ১৬:৪৭:২৭
বুল ফাইটিংয়ে ধর্মঘট চলছে কলম্বিয়ায়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বছর দু’য়েক আগে বুল ফাইটিং নিষিদ্ধ করে দেন কলম্বিয়ার রাজধানী বোগোটা শহরের বামপন্থি মেয়র গুস্তাভো পেত্রো। গত দু’সপ্তাহ ধরে আটজন শিক্ষানবিশ বুলফাইটার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে অনশন ধর্মঘট করছেন৷

বুলফাইটিং কি, তা কাউকে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না৷ তবে বুলফাইটিং স্পোর্ট কিনা, তা নিয়ে বহুকাল যাবৎ বিতর্ক চলছে৷ স্রেফ আমোদ কিংবা মনোরঞ্জন কিংবা ক্রীড়াবিদ-সুলভ দক্ষতা-ক্ষিপ্রতা-শৈলী প্রদর্শনের জন্য কতোগুলো নিরীহ জীবের প্রাণ নেওয়া উচিত কিনা, তা'ই বা কে বলে দেবে? সব সত্ত্বেও বুলফাইটিং আধুনিক সভ্যতায় তার স্থান রাখতে পেরেছে - তবে কোনোক্রমে৷

স্পেনে বুলফাইটিং আজও জনপ্রিয়, তবে তা টেলিভিশনে দেখানো হয় না৷ স্পেনের ক্যাটালোনিয়া প্রদেশে বুলফাইটিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে৷ প্রতিবেশী দেশ পর্তুগালে বুলফাইটিং চলে, তবে রক্ত না ঝরিয়ে৷ দক্ষিণ অ্যামেরিকায় মেক্সিকো, ভেনেজুয়েলা, পেরু, কলম্বিয়ায় মরসুমে বুলফাইটিং হয়৷ ইকুয়েডরে ২০১১ সালের মে মাস যাবৎ শুধু রক্তবিহীন বুলফাইটিং অনুমোদিত৷

কলম্বিয়ার রাজধানী বোগোটার কেন্দ্রে যেখানে আগে বুলফাইটিং হতো, সেই ক্ল্যাসিক ডিজাইনের অ্যারেনা'টির নাম লা সান্তামারিয়া প্লাজা৷ দু'সপ্তাহ ধরে আটজন শিক্ষানবিশ বুলফাইটার ওই অ্যারেনার সামনে শুধু লিকুইড ডায়েট খেয়ে অনশন ধর্মঘট চালাচ্ছেন৷

তাদের প্রতিবাদের লক্ষ্য হলেন বোগোটার মেয়র গুস্তাভো পেত্রো, যিনি ২০১১ সালের শেষে মেয়র পদে নির্বাচিত হবার পর পরই ঘোষণা করেছিলেন যে, লা সান্তামারিয়ায় আর বুলফাইটিং অনুষ্ঠিত হবে না - শুধুমাত্র অহিংস মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে৷ বলতে কি, অ্যারেনা'টি বহুদিন ধরেই গানের জলসা ও নাটক ইত্যাদি মঞ্চস্থ করার জন্য ব্যবহার করা হচ্ছে৷

অনশনে থাকা শিক্ষানবিশ বুলফাইটারদের বক্তব্য হলো, মেয়র পেত্রো'র দরুণ তারা সমাজে অপাংক্তেয় হয়ে পড়েছে, লোকজন তাদের - অর্থাৎ বুলফাইটারদের - একঘরে করেছে৷ এছাড়া এই শিক্ষানবিশরা প্রতি বুলফাইট অনুযায়ী ৩৩০ ডলারের কিছু বেশি পায়৷ বুলফাইট বন্ধ হওয়ার ফলে তাদের রোজগার কমেছে৷ ওদিকে যে কোম্পানিটি বোগোটায় বুলফাইটিং'এর আয়োজন করে থাকে, তাদের চুক্তি বাতিল করেছেন মেয়র পেত্রো৷ ফলে তারা কলম্বিয়ার সাংবিধানিক আদালতে মামলা করেছে এবং সেই মামলার রায় বের হতে আর বেশি দেরি নেই৷

(ওএস/পি/অাগস্ট ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test