E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মারিয়ার মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড!

২০১৪ আগস্ট ১৯ ১৬:৫৬:১৫
মারিয়ার মূল্য ১০০ মিলিয়ন পাউন্ড!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : অ্যাঙ্গেল ডি মারিয়াই ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ব্রাজিল বিশ্বকাপে লিওনেল মেসির পর। তার অসাধারণ নৈপুণ্য নজর কেড়েছে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের। তাই ডি মারিয়াকে পাখির চোখ করেছিল ইউরোপের সেরা ক্লাবগুলো। আগ্রহটা একটু বেশিই দেখিয়েছিল পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজি কিছুটা থমকে দাঁড়ালেও ডি মারিয়াকে পেতে এখনো মরিয়া হয়ে আছে ম্যানইউ। ইংলিশ লিগের সবচেয়ে সফল দলটি ডি মারিয়ার দাম হাঁকিয়েছে ১০০ মিলিয়ন পাউন্ড!

৫০ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিকের পাশাপাশি অন্যান্য সম্মানী ভাতা মিলে ১০০ মিলিয়ন পাউন্ডেই দাঁড়াবে ডি মারিয়ার ট্রান্সফার ফি। আর্জেন্টাইন এই তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চাইছে ম্যানইউ। শনিবার প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির কাছে ২-১ ব্যবধানে হার দিয়েই ইউনাইটেডের যাত্রা শুরু হয়। সে জন্যই দলকে শক্তিশালী করতে ডি মারিয়ার প্রতি চোখ রাখছেন লুই ফন গাল। তাই যে করেই হোক ডি মারিয়াকে দলে চাইছে ম্যানইউ। রোববার ইউনাইটেডের কোচ ফন গাল ক্লাবের প্রধান নির্বাহী এডওয়ার্ড উডওয়ার্ডকে বলেন, ‘বড় ধরনের অঙ্ক হলেও ট্রান্সফার মৌসুমের সময়সীমা শেষ হওয়ার আগেই ডি মারিয়াকে দলে ভেড়াতে হবে।’ এদিকে, রিয়াল মাদ্রিদ ছাড়তে একপ্রকার মরিয়া ডি মারিয়াও। কারণ রিয়ালে তার ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছেন না। লস ব্লাঙ্কস বস কার্লো আনচেলত্তি ইতিমধ্যে দলে ভিড়িয়েছেন জার্মানির টনি ক্রুস ও কলম্বিয়ার হামেস রদ্রিগেজকে।

এই দুই তারকাকে পাওয়ায় আনচেলত্তির কাছে যে মারিয়ার কদর কমবে, সেটা আঁচ করতে পারছেন আর্জেন্টাইন তারকা। আর সে কারণেই হয়তো রিয়াল ছাড়তে চাইছেন মারিয়া। তবে কার্লো আনচেলত্তি এর আগে বলেছিলেন, ‘ডি মারিয়া রিয়ালে আছে, রিয়ালেই থাকবে।’ এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন নাটক মঞ্চস্থ হয়।


(ওএস/পি/অাগস্ট ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test