E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শুরু হচ্ছে যুব মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট

২০১৪ আগস্ট ১৯ ১৭:১৫:৪৬
শুরু হচ্ছে যুব মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বুধবার শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন এয়ারকন্ডিশনার জাতীয় (অনূর্ধ্ব-১৯) যুব মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট-২০১৪’। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

১৮টি দল অংশ নিতে যাচ্ছে এবারের এই টুর্নামেন্টে। দলগুলোকে ছয়টি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। প্রতিটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ছয়টি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। ১ লাখ টাকা প্রাইজমানির প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ২৫ হাজার, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে পাবে ২০ হাজার ও ১৫ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ হাজার টাকা।

মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর. বি. গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস অ্যান্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিস জোবেরা রহমান লিনু।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কৌহিনুর, সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

(ওএস/পি/অাগস্ট ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test