E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কোচ ছাড়াই গেইলদের অনুশীলন

উইন্ডিজ কোচ গিবসনকে নিয়ে ধোঁয়াশা

২০১৪ আগস্ট ২০ ১১:২৮:৩১
উইন্ডিজ কোচ গিবসনকে নিয়ে ধোঁয়াশা

স্পের্টস ডেস্ক : মূলত পেস বোলার হলেও খেলোয়াড়ি জীবনে লোয়ার অর্ডারে ঝড়োগতির ইনিংস খেলায় সিদ্ধহস্ত ছিলেন ওটিস গিবসন। ২০০৭ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন এই ক্যারিবিয়ান। বার্বাডোজে জন্ম হওয়া গিবসন ২০১০ সালের জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পান। তার অধীনে গত পাঁচ বছর খেলে যাচ্ছে ক্যারিবিয়ানরা। ২০১২ সালে তার অধীনে টি-২০ বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের আগে কোচ গিবসনকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আদৌ ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্বে তিনি আছেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো বলছে, গেইল-স্যামিদের কোচ হিসেবে গিবসনের অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়ায় প্রকাশিত রিপোর্টের ভিত্তি করেই এমনটা বলা হচ্ছে। মিডিয়ার রিপোর্ট সামগ্রিকভাবে বলছে, হয়তো আগে বা সম্প্রতি গিবসনকে বরখাস্ত করা হয়েছে। এই খবরকে আরও শক্ত ভিত জোগান দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলনে গিবসনের অনুপস্থিতি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য সোমবার ক্যারিবিয়ানদের অনুশীলনে দেখা যায়নি ৪৫ বছর বয়সী গিবসনকে।

দ্য ত্রিনিদাদ এক্সপ্রেস রিপোর্টে লিখেছে, ডব্লিউআইসিবি সভাপতি ডেভ ক্যামেরন অনুশীলনে গিবসনের অনুপস্থিতি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন, বোর্ড গিবসনের সঙ্গে আলোচনায় রয়েছে। ক্যামেরন বলেছেন, ‘সে গ্রেনাডায় নেই। এটুকুই আমরা এখন নিশ্চিত করতে পারি। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না। আমরা আলোচনা করছি।’ কোচ গিবসনের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ২৯টি টেস্ট খেলেছে। এর নয়টি জিতলেও হেরেছে ১৬টি। ৯০ ওয়ানডে ম্যাচের ৩৬টি জিতেছে। হেরেছে ৪৮টি। ৪৫ টি-২০ ম্যাচের ২২টিতে জয় এবং ২১টিতে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

(ওএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test