E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিষিদ্ধ হলেন ‘ঢুসম্যান’

২০১৪ আগস্ট ২৩ ০১:২১:৫৫
নিষিদ্ধ হলেন ‘ঢুসম্যান’

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শাস্তি পেতেই হবে অপরাধ করলে। খেলার মাঠে এ অপরাধ খুব বড় করেই দেখা হয়। কেননা প্রশ্রয় দিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর সে জন্যই বোধ হয় রেহাই পাননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রান্ডাও। ঢুস মেরে চার সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছিল ফ্রেন্স লিগ ওয়ানের একটি ম্যাচে। ঘরের মাঠে বাস্তিয়ার মুখোমুখি হয়েছিল পিএসজি(প্যারিস সেইন্ট-জার্মেই)। লুকাস ও এডিনসন কাভানির গোলে ২-০ ব্যবধানে জয় পায় পিএসজি।

ম্যাচ শেষে বাস্তিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রান্ডাও অপেক্ষা করছিলেন টানেলে। পিএসজির ব্রাজিলীয় বংশোদ্ভূত ইতালিয়ান ডিফেন্ডার থিয়াগো মোত্তা পাশ দিয়ে যেতেই তাকে সজোরে ঢুস মারেন ব্রান্ডাও। এতে মোত্তার নাক ফেটে যায়। এরপর অঝোরে রক্ত ঝরতে শুরু করে। এরপর পিএসজির সমর্থকরা ব্রান্ডাওকে আজীবন নিষিদ্ধ করার দাবি তুলেছেন। কিন্তু শাস্তির পরিধি ততটা প্রলম্বিত হয়নি। চার সপ্তাহ পর আবারো মাঠে ফিরতে পারবেন বাস্তিয়ার স্ট্রাইকার।

(ওএস/পি/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test