E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অস্ট্রেলিয়ায় ১১০ বছরের রেকর্ড ভাঙলেন সুন্দর

২০২১ জানুয়ারি ১৭ ২৩:২৪:৫৮
অস্ট্রেলিয়ায় ১১০ বছরের রেকর্ড ভাঙলেন সুন্দর

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে একাধিক রেকর্ড গড়েছেন ওয়াশিংটন সুন্দর। সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করে ভারতীয় এই অলরাউন্ডার ভাঙলেন ১১০ বছরের পুরনো রেকর্ড। অস্ট্রেলিয়ায় কোনো সফরকারী দলের টেস্ট অভিষেকে সাত নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের মালিক হলেন এই ভারকীয় ক্রিকেটার।

এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টারের। ১৯১১ সালে অস্ট্রেলিয়ায় সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক টেস্টে ৭ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক ৫৬ রান ছিল ফস্টারের দখলে। রোববার গাব্বায় সেই রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন। ভারতীয় অফ-স্পিনার অল-রাউন্ডার করলেন ৬২ রান।

রবিবার গাব্বায় শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে ৩৩৬ রান তুলছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২১; কিন্তু ব্যাট হাতে শার্দুল ঠাকুর-ওয়াশিংটন সুন্দর রুখে না-দাঁড়ালে এই তৃতীয় দিনের শেষেই ভারতের সামনে বড় রানের লিড হয়ে যেত।

ব্যাটিং লাইনআপে প্রথম ছয় ব্যাটসম্যান ১৮৬ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরও ভারতকে সাড়ে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন এই দু’জন। সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করে ভারতে ম্যাচে ফেরান ঠাকুর ও সুন্দর। অভিষেক টেস্টে সুন্দরের অনবদ্য ৬২ এবং কামব্যাক টেস্টে ঠাকুরের ৬৭ রানের লড়াই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের।

ব্যক্তিগত ২৩ রানে রিশাভ পান্ত আউট হওয়ার পর মনে হয়েছিল ভারতের ইনিংস দু’শর গণ্ডি টপকাতে পারবে না; কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়াকে সহজেই তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন দলের সাত ও আট নম্বর ব্যাটসম্যান।

দারুণ আক্রমণাত্মক ইনিংস খেলেন শার্দুল। ১১৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি। টেস্ট ক্রিকেটে তার প্রথম হাফ-সেঞ্চুরিটি করেন শার্দুল। এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিলেন তিনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন ঠাকুর। কামব্যাক টেস্টে বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে চমৎকার হাফ-সেঞ্চুরি করেন তিনি।

সুন্দরের লড়াই আরও চমৎকার। অভিষেক টেস্টে গ্যাবায় বল হাতে তিন উইকেট এবং ব্যাটে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে ইতিহাস গড়েন তিনি। দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি এবং বল হাতে তিন বা তার বেশি উইকেট নিয়ে দাত্তু ফাদকরকে ছুঁয়ে ফেললেন সুন্দর। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের প্রথম অস্ট্রেলিয়া সফরে সিডনিতে বল হাতে ১৪ রানে তিন উইকেট এবং ব্যাটে ৫১ রান করেছিলেন ফাদকর।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test