E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষসেরার পুরস্কারে ম্যাক্সওয়েলের হ্যাটট্রিক

২০২১ জানুয়ারি ২১ ১৬:২২:৪৭
বর্ষসেরার পুরস্কারে ম্যাক্সওয়েলের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ২০২০ সালে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। তবু এর মধ্য থেকেই বর্ষসেরা ব্যাটিং ও বোলিং ইনিংসের পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের বর্ষসেরা পুরস্কারের ১৪তম সংস্করণ এটি।

টেস্টে দুইটি পারফরম্যান্সই গেছে সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফির পারফরম্যান্সের ওপর। বোলিংয়ে বর্ষসেরা পারফরম্যান্স হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের বিপক্ষে এডিলেইড টেস্টে জশ হ্যাজলউডের ৮ রানে ৫ উইকেট নেয়া বোলিং ফিগারটি। মেলবোর্নে পরের ম্যাচে সেঞ্চুরি করে ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন অজিঙ্কা রাহানে।

নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন জিতেছেন বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ের পুরস্কার। করোনা জর্জরিত বছরে তিনি ১৬ আন্তর্জাতিক ইনিংসে শিকার করেছেন ৩১টি উইকেট। এর মধ্যে শুধু টেস্টে মাত্র ১৪.৪৪ গড়ে নিয়েছেন ২৫ উইকেট। যা নিউজিল্যান্ডকে এক নম্বরে উঠতে নিয়ামক ভূমিকা পালন করেছে।

২০২০ সালে সারাবছর মিলে খেলা হয়েছে মাত্র ৪৪টি ওয়ানডে। যা ২০১৯ সালের এক তৃতীয়াংশেরও কম। তবু এর মধ্য থেকেই ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে নেমে ৯০ বলে ১০৮ রানের ইনিংস খেলার সুবাদে এটি জিতেছেন তিনি। এর আগে গত দুই বছর টি-টোয়েন্টির সেরা ব্যাটিংয়ে পুরস্কার জিতেছিলেন ইত্নি।

ওয়ানডেতে বোলিংয়ের সেরা পুরস্কার গেছে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানির হাতে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪৯ রানে ৫ উইকেট নেয়ার পর সুপার ওভারে মাত্র ২ রানে নিয়েছিলেন ২ উইকেট। যা কি না আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ওভারে সবচেয়ে কম রান খরচ করার বিশ্বরেকর্ড।

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন যারা

টেস্ট ব্যাটিং- অজিঙ্কা রাহানে, ১১২ বনাম অস্ট্রেলিয়া
টেস্ট বোলিং- জশ হ্যাজলউড, ৮ রানে ৫ উইকেট বনাম ভারত
ওয়ানডে ব্যাটিং- গ্লেন ম্যাক্সওয়েল, ১০৮ বনাম ইংল্যান্ড
ওয়ানডে বোলিং- ব্লেসিং মুজারাবানি, ৪৯ রানে ৫ উইকেট বনাম পাকিস্তান
টি টোয়েন্টি ব্যাটিং- জনি বেয়ারস্টো, ৮৬* বনাম, দক্ষিণ আফ্রিকা
টি টোয়েন্টি বোলিং- লকি ফার্গুসন, ২১ রানে ৫ উইকেট বনাম ওয়েস্ট ইন্ডিজ
নারী ব্যাটিং- অ্যালিসা হিলি, ৭৫ বনাম ভারত
নারী বোলিং- পুনম যাদব, ১৯ রানে ৪ উইকেট বনাম অস্ট্রেলিয়া
বর্ষসেরা অভিষিক্ত- কাইল জেমিসন

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার বাছাইয়ের জুরিতে ছিলেন সম্বিত বাল, ড্যানিয়েল ব্রেটিগ, জর্জ ডোবেল, অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো, নাগরাজ গোল্লাপুড়ি, মোহাম্মদ ইসাম, রওনক কাপুর, অ্যান্ড্রু ম্যাকগ্লাশান, অ্যান্ড্রু মিলার, সিদ্ধার্থ মঙ্গা, ফিরদোস মুন্ডা এবং ওসমান সামিউদ্দিন।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test