E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেকর্ড গড়ে ম্যানইউতে ডি মারিয়া

২০১৪ আগস্ট ২৭ ১২:২৯:২৬
রেকর্ড গড়ে ম্যানইউতে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তাকে নেওয়ার বিষয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ। ২৬ বছর বয়সী মারিয়াকে পেতে উদার হস্তে খরচ করেছে ম্যানইউ। চুক্তি অনুযায়ী ক্লাবটির গুনতে হবে ৮১ মিলিয়ন ইউরো। এ মুহূর্তে ম্যানচেস্টারে রয়েছেন মারিয়া। তার মেডিক্যাল পরীক্ষা করবেন ক্লাবের চিকিত্সকরা।

রেকর্ড পরিমাণ ফিতে মারিয়াকে দলে নিয়েছে ম্যানইউ। এর মাধ্যমে ভেঙে গেছে আগের সব রেকর্ড। সর্বশেষ ২০১১ সালে ফার্নান্দো তোরেসকে লিভারপুল থেকে পেতে চেলসি খরচ করেছিল ৬৩ মিলিয়ন ইউরো। এবার ইংলিশ লিগে সবচেয়ে দামি ফুটবলার এখন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়াই। মারিয়া ছাড়াও ম্যানইউ দলে নিয়েছে অ্যাথলেটিকো বিলবাওয়ের মিডফিল্ডার আন্দ্রে হেরেরা, লুক শ এবং পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের আর্জেন্টাইন ডিফেন্ডার মারকোস রোহোকে।
২০০৫ সালে স্বদেশী ক্লাব রোজারিও সেন্ট্রাল দিয়ে পেশাদার ক্যারিয়ারের অভিষেক অ্যাঙ্গেল ডি মারিয়ার। ২০০৭ সালে তিনি পাড়ি জমান পর্তুগিজ ক্লাব বেনফিকায়। তিন বছর থাকার পর ২০১০ সালে রিয়াল মাদ্রিদে যান তিনি। গেল চার বছরে রিয়ালের জার্সিতে বেশ দাপটের সঙ্গেই খেলেছেন এই আর্জেন্টাইন। রিয়ালের হয়ে ১৯০ ম্যাচে তার গোলের সংখ্যা ৩৬টি।

(ওএস/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test