E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাঁতারে আরও দুটি রেকর্ড

২০২১ এপ্রিল ০৫ ১৮:৩১:৫৬
সাঁতারে আরও দুটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সাঁতার রেকর্ডময় হয়ে উঠছে। প্রথম দুই দিনে ৬ রেকর্ডের পর সোমবার বিকেলের আগেই পুলে ঝড় তুলে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই সাঁতারু। তৃতীয় দিন শেষ না হতেই রেকর্ড এখন আটটি।

তৃতীয় দিনে রেকর্ড করেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২.১০:৯২ মিনিট সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। ২০১৯ সালে সেনাবাহিনী জুয়েল আহমেদের রেকর্ড ভাঙ্গেন তিনি।

এ ইভেন্টে জুয়েল আহমেদও নিজের পুরনো রেকর্ড টাইমিংকে টপকে গেছেন। ২.১১:১৭ মিনিট সময় নিয়ে রুপা জিতেছেন কুষ্টিয়ার এ সাঁতারু।

৪০০ মিটার ফ্রি-স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪.১৮:২৩ মিনিট। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড ভেঙ্গেছেন ফয়সাল আহমেদ। রুপা জিততে নৌবাহিনীর রবিউল আউয়াল সময় নেন ৪.২০:০৮ মিনিট।

তৃতীয়দিন নারীদের ২০০ মিটার বাটরফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। রুপা জেতেন সেনাবাহিনীর ফাতেমা আক্তার, ব্রোঞ্জ পদক ওঠে সেনাবাহিনীর মুসলিমা খাতুনের গলায়। সোনিয়া সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট-স্ট্রোকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী, নৌবাহিনীর আরিফুল ইসলাম জেতেন রুপার পদক এবং ব্রোঞ্জ জেতেন শরিফুল ইসলাম।

২০০ মিটার বাটারফ্লাইয়ে পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটি ছিল তার চতুর্থ ব্যক্তিগত স্বর্ণ।

(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test