E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজী ট্যাঙ্কে যোগ দিলেন 

মুক্তি পেয়ে নির্ভার সাকিব

২০১৪ আগস্ট ২৯ ১০:৩৫:১৩
মুক্তি পেয়ে নির্ভার সাকিব

স্পোর্টস ডেস্ক : বিসিবির দেয়া শাস্তির পর থেকেই নিজের অন্তরালে গুটিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। এড়িয়ে চলেছিলেন সংবাদমাধ্যম। মাসের শুরুর দিকে একবার অনেক অনুরোধের পর কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে। বিসিবির মিডিয়া বিভাগ থেকে কথা বলতে না পারার বিষয়টি স্মরণ করিয়ে দিতেই আবার সাংবাদিকদের নিজে অনুরোধ করলেন কিছু প্রকাশ না করতে। গত ২৬ আগস্ট বোর্ড সভায় বিসিবি শাস্তিও কমিয়েছে সাকিবের। কিন্তু তারপরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই অলরাউন্ডারের। বিসিবির শাস্তির ঝামেলা শেষ না হতেই নতুন করে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল নিয়ে বিপাকে পড়েছিলেন সাকিব। সেই জটিলতার অবসানও বৃহস্পতিবার হয়েছে। আর সবার মতোই স্বাভাবিক নিয়মে দলবদল করেছেন সাকিব। নিজের পছন্দ অনুযায়ী ক্লাব বেছে নিতে পেরেছেন তিনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে বৃহস্পতিবার গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

দলবদলের কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। দলবদল করতে পেরে খুশি তিনি। নিষিদ্ধ হওয়ার পর কঠিন সময়ে সমর্থন করায় সবাইকে ধন্যবাদ জানান। গত কিছুদিন চেহারায় একটা বিমর্ষ ভাব থাকলেও বৃহস্পতিবার বেশ প্রাণবন্ত লেগেছে এই বাঁহাতি ক্রিকেটারকে। সাকিবের কথায় সেটি প্রকাশ পেল। শাস্তি কমে আসা এবং দলবদল করতে পারার আনন্দ সম্পর্কে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বেশ খুশি। এজন্য বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাব। সাথে এই সময়ে যারা সাহায্য করেছেন তাদেরকেও। কারণ এটা মোটেও কোনো খেলোয়াড়ের জন্য সহজ সময় নয়। আমার আশপাশে যারা ছিলেন, সাংবাদিক থেকে শুরু করে আমার বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যবৃন্দ এবং যাদেরকে আমি চিনি না তাদের যেই সাপোর্ট ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। সব থেকে বড় কথা এবং আমার কাছে গুরুত্বপূর্ণ হলো লাল-সবুজ জার্সি পরে খেলার সুযোগটা আমি আবার পাচ্ছি। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সবসময়। এবং সামনে আমি যতদিন খেলতে পারব বাংলাদেশ দলকে কন্ট্রিবিউট করতে পারব এবং বাংলাদেশ দলের জন্য খেলার চেষ্টা করব।’ সবমিলিয়ে সাকিব এখন চাপমুক্ত, নির্ভার। তিনি বলেন, ‘প্রথমত গতকালের পর থেকে অনেক রিলাক্স ছিলাম। যেহেতু বেশ বড় একটা বিষয় থেকে মুক্তি পেলাম। স্বাভাবিকভাবে এই অবস্থা থেকে বের হয়ে আসাটা অনেক বড় একটা স্বস্তির। স্বাভাবিকভাবে আমি খুশি।’ দলবদল করতে পারবেন এমন সংবাদ কখন শুনেছেন জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি স্টেডিয়ামে অন্য কিছুর কাজের জন্য গিয়েছিলাম। যখন ফিরছিলাম তখন সিইও আমাকে কল করেছিল এবং বলল যে, সব ক্রিকেটার যেভাবে দলবদল করেছে সেভাবে আমিও দলবদল করতে পারব। আমি চাইলে আজকেই দলবদল করতে পারব।’

গাজী ট্যাঙ্কের হয়ে এবার সাকিবের প্রথম টার্গেট চ্যাম্পিয়ন হওয়া। তিনি বলেন, ‘আসলে প্রথম টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমরা যথাসাধ্য চেষ্টা করব। এই দলে সবার সাধ্য আছে ভালো খেলার। চ্যাম্পিয়ন হবার মতো দল। কিন্তু আমাদেরকে সেটা মাঠে করে দেখাতে হবে। আমাদের নামের প্রতি সুবিচার করে খেলতে হবে। আমাদের যে যোগ্যতা আছে তার মতো করে যদি পারফর্ম করতে পারি আমার বিশ্বাস যে আমাদের দল চ্যাম্পিয়ন হবার মতো।’ মঙ্গলবার, বুধবার সাকিবের দলবদল নিয়ে নানা রকম তথ্যই জানিয়েছিল সিসিডিএম। এসব তথ্য প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা তো ধরুন কোনো অফিসিয়াল সিদ্ধান্ত ছিল না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার কাছে মনে হয় বোর্ড কখনও চায় না একটা খেলোয়াড়ের খারাপ কিছু হোক। এটা স্বাভাবিক একটি সিদ্ধান্তই ছিল। নিষেধাজ্ঞার কারণে আমি যেহেতু পুলের অন্তর্ভুক্ত ছিলাম না, সে কারণে হয়তো একটু জটিলতার সৃষ্টি হয়েছে। আমার মনে হয় এগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।’ গাজী ট্যাঙ্কের কর্ণাধার লুত্ফর রহমান বাদলের দলে খেলতে পছন্দ করেন সাকিব-তামিম। এখানে খেলতে স্বস্তিবোধ করেন বলে জানান সাকিব। এবার গাজীতে পুলের তিন ক্রিকেটার হলেন সাকিব, তামিম ও রুবেল হোসেন। সাকিব দলের নেতৃত্ব দেবেন।

আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের নিষেধাজ্ঞা কমে এলেও বিদেশি লিগে খেলার দেড় বছরের শাস্তি বহাল রেখেছে বিসিবি। নিয়মমাফিক চলাফেরা করা এবং বিসিবির কোড অব কন্ডাক্ট মেনে চলবেন সাকিব। দেশের হয়ে অবদান রাখতে চান তিনি। জানালেন, ‘এটাতো বোর্ডের সিদ্ধান্ত। চেষ্টা করব যেভাবে চললে সবার জন্য ভালো হয়, আমার নিজের জন্য ভালো হয় সেভাবে থাকার। বোর্ডে যে শৃঙ্খলা আছে কিংবা যে ধরনের নিয়ম-কানুন আছে বা যে কোড অব কন্ডাক্ট আছে—তার ভেতর থেকে চলার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল; ভুল হতেই পারে। কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মানুষ হিসেবে ভালো কিছু করার। সঙ্গে প্রতিদিন অনুশীলনে গেলে চেষ্টা করি ক্রিকেটার হিসেবে যেন উন্নতি করতে পারি, বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি।’

(ওএস/এইচআর/আগস্ট ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test