E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেট স্টেডিয়ামে দর্শকের ঢল

শেষ ম্যাচে হার বাংলাদেশের

২০১৪ আগস্ট ৩০ ১১:২২:০১
শেষ ম্যাচে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এমন চিত্র বাংলাদেশের ফুটবলে শেষ কবে দেখা গেছে, তা মনে করা কঠিনই। গ্যালারিভর্তি মানুষ। জায়গা না পেয়ে স্টেডিয়ামসংলগ্ন ভবনের ছাদ, পানির ট্যাঙ্ক, গাছ, সব জায়গাই দর্শকে ঠাসা। শুধু তাই নয় খেলা দেখতে স্টেডিয়ামের ফটকই ভেঙে পড়ল দর্শকদের চাপে। হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়লেন সবাই। ডাগ আউট, টাচ লাইন, যেখানে কোচ-খেলোয়াড়দের থাকার কথা, সেখানেও দর্শক। এমন চিত্র দেখা গেছে গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে। যেখানে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপালের অনূর্ধ্ব-২৩ দল। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখতেই সিলেটবাসীর উত্সাহ-উন্মাদনা যে ছিল চরমে, তার প্রমাণ এই ম্যাচ। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১-০ গোলে ম্যাচ জিতেছে নেপালের যুবারাই।

ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর সিলেটবাসীর প্রত্যাশা ছিল ফুটবলেও হবে এমনটি। সে লক্ষ্যে বাংলাদেশ বনাম নেপাল অনূর্ধ্ব-২৩ দলের মোড়কে জাতীয় দলের এ খেলা নিয়ে উত্সাহের কমতি ছিল না। শুক্রবার বিকাল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই ফুটবলপ্রেমীর জনস্রোত যেন গন্তব্য রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক হাজির হয় স্টেডিয়ামে। টিকিট না পেয়ে একপর্যায়ে দর্শকদের ব্যাপক চাপে স্টেডিয়ামের দুটো প্রবেশ গেট ভেঙে যায়। ফলে গ্যালারি ছাড়িয়ে মাঠের ভিতর নামে দর্শকের ঢল। স্টেডিয়ামের সকল নিরাপত্তা ব্যূহ ভেঙে পুরো স্টেডিয়াম দর্শক আর দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। আর প্রচণ্ড দর্শক চাপ সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্টেডিয়াম কর্মীদের। ফুটবল নিয়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচে শেষ কবে গ্যালারি ভেঙে মানুষ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে সেটা প্রায় ভুলে যাওয়া এক অতীত। সিলেটে প্রথম আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ম্যাচ বলেই হয়তো এত আগ্রহ। সিলেটে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখতে আসা সুলতান আহমদ সুমন বলেন, ‘এ ম্যাচের মধ্য দিয়ে সিলেটবাসীর আরেকটি প্রত্যাশা পূরণ হয়েছে। টিকিট বিক্রি ও অন্যান্য ব্যাপারে সমন্বয় না থাকায় দর্শকরা গ্যালারি ছাড়িয়ে মাঠে ঢুকে পড়েছেন।’

বিকাল ৫টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পর ৬টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধ গোলশূন্য ড্র। দুই দলই পাল্টাপাল্টি গোলের চেষ্টা করলেও গোটা ম্যাচে হিরো নেপালের গোলরক্ষক। বাংলাদেশের কয়েকটি প্রচেষ্টা একক কৃতিত্বে প্রতিহত করেন। প্রথম গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশই। ১১ মিনিটে বলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেই সুযোগ হাতছাড়া করেন ওয়াহেদ আহমেদ। ২৯ মিনিটে নেপালের ভোলানাথের দুর্দান্ত হেড চলে যায় পোস্টের ওপর দিয়ে। ৪৮ মিনিটে নেপাল অধিনায়ক সাগর থাপার শটও হয় লক্ষ্যভ্রষ্ট। তবে ৭৭ মিনিটে সফল সুশীল কেসিং। রবিন শ্রেষ্ঠার কাটব্যাকে বা পায়ের শটে বাংলাদেশের জাল কাঁপান সুশীল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। গত ২৬ আগস্ট আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ঠিক একই ব্যবধানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

(ওএস/এইচআর/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test