E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেসিকে ছাড়া খেলা অসম্ভব : বার্সা কোচ

২০২১ মে ১৭ ১৪:০৭:০৭
মেসিকে ছাড়া খেলা অসম্ভব : বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শুরুর আগেই ক্লাব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু আইনি মারপ্যাঁচের ঝামেলায় আটকে তাকে দলে রাখতে সক্ষম হয়েছিল তখনকার ক্লাব ম্যানেজম্যান্ট।

আর নতুন ম্যানেজম্যান্টের আশা ছিল, মৌসুমে বার্সেলোনা ভালো কিছু করতে পারলে থেকে যাবেন মেসি। কিন্তু তাদের সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনাও অনেক কম।

কেননা চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে বার্সেলোনা, জেতা হচ্ছে না লা লিগাও। শুধুমাত্র কোপা দেল রে’র শিরোপা নিজেদের ঘরে তুলেছে ক্লাবটি।

দলীয় সাফল্য না এলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরই উজ্জ্বল মেসি। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে করেছেন চলতি লা লিগার ৩০তম গোল। এ নিয়ে নবমবারের মতো লা লিগার এক আসরে ৩০ গোল করলেন তিনি।

তবু মেসির বার্সেলোনায় থাকার ব্যাপারে কোনো ইতিবাচক খবর নেই। এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ৩০ জুন। এরপর ফ্রি-তেই যেকোনো দলে যেতে পারবেন তিনি।

মেসি ক্লাব ছেড়ে চলে গেলে, দলের অবস্থা কী হবে- তা নিয়ে শঙ্কিত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তার মতে, বিশ্বসেরা মেসিকে ছাড়া খেলা অসম্ভব হবে বার্সেলোনার জন্য।

সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে হারের পর কোম্যান বলেছেন, ‘মেসি লা লিগায় ৩০ গোল করেছে এবং আমাদের অনেক পয়েন্ট এনে দিয়েছে। এখন সে দলে থাকবে কি না, সেটার তার সিদ্ধান্ত।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ক্লাবের পক্ষ থেকে আমি আশা করছি, মেসি থাকবে। কারণ মেসি যদি না থাকে, তাহলে আমার সংশয় আছে যে গোলগুলো কে করবে?’

(ওএস/এসপি/মে ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test