E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৯ জুলাই বিকেলে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া

২০২১ জুলাই ২৬ ১৩:৩২:৪৪
২৯ জুলাই বিকেলে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অসিদের ট্যুর অনিশ্চিত হয়ে পড়েছিল- তা বলা যাবে না। তবে একটা অনিশ্চয়তার উদ্রেক ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচের দিন এক ক্যারিবীয় সাপোর্টিং স্টাফের করোনা পজিটিভ হওয়ায় খবরে সেই ম্যাচ স্থগিত করে দেয়া হয়। দুই দলের সবাইকে পাঠানো হয় আইসোলেশনে।

সঙ্গে সঙ্গে সিরিজ সংশ্লিষ্ট ১৫২ জনের কোভিড টেস্ট করা হয়েছে। সেই টেস্টে সবাই নেগেটিভ হওয়ায় স্বস্তির পরশ বিসিবি ও বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের মনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই বন্ধ হওয়া ম্যাচও পরিবর্তিত সূচিতে খেলা হয়েছে।

শেষ খবর, সব অনিশ্চয়তার ঘোর মোটামুটি কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীতে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আগেই জানা, অস্ট্রেলিয়ার নিয়মিত টি-টোয়েন্টি স্কোয়াডের বেশ কজন সদস্য আসবেন না বাংলাদেশ সফরে। শেষ দিকে ইনজুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও।

ঢাকায় আসার পর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অসিরা।

এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ।

(ওএস/এসপি/জুলাই ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test