E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বক্সিং খেলাকে জনপ্রিয় করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা

২০২১ সেপ্টেম্বর ১৪ ১৬:৩৬:৫৫
বক্সিং খেলাকে জনপ্রিয় করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা

স্টাফ রিপোর্টার : দেশে বক্সিং খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি এই খেলার মান উন্নয়নে বাজেট বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির জন্য ফেডারেশনকে নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো, জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জেনারেল মিজানুর রহমান শামীম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তখন এই নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এসময় সদ্য নিযুক্ত সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। সভাপতিও তাঁর দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন।

সাক্ষাৎকালে দেশে বক্সিং খেলার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ বক্সিং ফেডারেশেনর সভাপতি প্রতিমন্ত্রীকে ফেডারেশনের বর্তমান অবস্থা ও এর বিভিন্ন সমস্যাদিসহ ভবিষ্যত পরিকল্পনা অবহিত করেন।

প্রতিমন্ত্রী দেশে বক্সিং খেলাকে জনপ্রিয় ও এর ব্যাপক উন্নয়নে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বার্ষিক বাজেট বৃদ্ধিসহ আগামী ১০ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে নবনিযুক্ত সভাপতিকে নির্দেশনা প্রদান করেন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সকল কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অসামান্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।’

এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test