E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে আর্জেন্টিনার মার্টিনেজ

২০২১ অক্টোবর ০৯ ১৫:৪১:৪২
বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে আর্জেন্টিনার মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক ঘোষিত ফিফা বর্ষসেরা গোলরক্ষক লেভ ইয়াসিন এওয়ার্ডের সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ২৯ নভেম্বর ব্যালন ডি অর পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে সেরা গোলরক্ষকের নাম।

১০ জনের সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ চারজন রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। এছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে দুই, স্প্যানিশ লা লিগা থেকে দুই, ইতালিয়ান সিরি আ থেকে এক ও জার্মান বুন্দেসলিগা থেকে সুযোগ পেয়েছেন একজন গোলরক্ষক।

একমাত্র ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই থেকে রয়েছেন দুজন গোলরক্ষক। তারা হলেন কেইলর নাভাস ও জিয়ানলুইজি ডনারুম্মা। তবে ডনারুম্মা মূলত এসি মিলান ও ইতালি জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্সের কারণে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন।

অবাক করার মতো বিষয় হলো ইংলিশ ক্লাব লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গা হয়নি এ তালিকায়। ব্রাজিলের আরেক গোলরক্ষক এডারসন মোরায়েস রয়েছেন পুরস্কার জেতার দৌড়ে।

গত দুই বছরে অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তালিকায় নাম তুলে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার পুরস্কার জেতার সম্ভাবনা হয়তো কম। তবে ক্রমাগত উন্নতির ছাপ রেখেই নিজেকে সেরা দশে এনেছে মার্টিনেজ।

লেভ ইয়াসিন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

জিয়ানলুইজি ডনারুম্মা (প্যারিস সেইন্ট জার্মেই/ইতালি), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি/ব্রাজিল), ক্যাস্পার স্মাইকেল (লিস্টার সিটি/ব্রাজিল), এডুয়ার্ড মেন্ডি (চেলসি/সেনেগাল), থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), কেইলর নাভাস (প্যারিস সেইন্ট জার্মেই/কোস্টারিকা), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ/জার্মানি), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া) ও সামিন হ্যান্ডানোভিচ (ইন্টার মিলান)।

(ওএস/এসপি/অক্টোবর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test