E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের ‘লিডিং লাইট’র তালিকায় সাকিব

২০২১ অক্টোবর ১১ ১৯:৫৪:৫৯
বিশ্বকাপের ‘লিডিং লাইট’র তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক : ঠিক এক সপ্তাহ পর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এর আগে বিশ্বকাপের প্রথম ছয় আসরে আলো ছড়ানো দশ ক্রিকেটারকে আলাদা করেছে আইসিসি। যাদেরকে নাম দেয়া হয়েছে ‘লিডিং লাইট’ হিসেবে।

আইসিসির এই লিডিং লাইটের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। যিনি আগের ছয় আসরে ব্যাটে-বলে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ছয় আসরে ২৫ ম্যাচ খেলে ৫৬৭ রান ও ৩০ উইকেট নিয়েছেন সাকিব।

লিডিং লাইটের ফিচারে সাকিবের ব্যাপারে লেখা হয়েছে, ‘লিডিং লাইটের তালিকার একমাত্র খেলোয়াড় সাকিব আল হাসান, যিনি কখনও টি-টোয়েন্টির সেমিফাইনাল খেলেননি। এটাই সাকিবের অন্যতম কৃতিত্ব যে তুলনামূলক কম শক্তির দলে খেলেও নিজেকে বারবার মেলে ধরেছেন তিনি।

২০০৭ সালে বিশ্ব টি-টোয়েন্টির প্রথম আসরে খেলা আট ক্রিকেটারের মধ্যে একজন সাকিব, যিনি এবারের আসরেও খেলবেন। এই টুর্নামেন্টে শহিদ আফ্রিদির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অন্তত ৫০০ রান ও ৩০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতে (ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেট) যেমন পারফরম্যান্স করেছিলেন সাকিব, তা এবারও বজায় রাখতে পারলে বিশ্ব মঞ্চে তার পরিসংখ্যান আরও উন্নতই হবে।’

লিডিং লাইটের তালিকার বাকি নয় ক্রিকেটার :
পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৪ ম্যাচে ৫৪৬ রান ও ৩৯ উইকেট)
ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি (১৫ ম্যাচে ২৪ উইকেট)
দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৭১৭ রান ও ৩০ ক্যাচ)
শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশান (৩৫ ম্যাচে ৮৯৭ রান)
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২৮ ম্যাচে ৯২০ রান)
শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৩১ ম্যাচে ১০১৬ রান)
ভারতের বিরাট কোহলি (১৬ ম্যাচে ৭৭৭ রান)
শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮ উইকেট)
ইংল্যান্ডের কেভিন পিটারসেন (১৫ ম্যাচে ৫৮০ রান)

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test