E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানুষ বাংলাদেশ দলকে ভালোবাসে বলেই এতো কথা বলে’

২০২১ অক্টোবর ২৭ ২২:০৮:০০
‘মানুষ বাংলাদেশ দলকে ভালোবাসে বলেই এতো কথা বলে’

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে রয়েছেন দেশটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই খবর যেদিন বের হয়, সেদিন বাংলাদেশ দলের ভক্তরাও দাবি তুলেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টাইগারদের মেন্টর করার।

সেই দাবি পূরণ হয়নি। মেন্টর হয়ে বাংলাদেশ দলের সঙ্গে নেই মাশরাফি। তবে আনুষ্ঠানিকভাবে দলের মেন্টর হিসেবে না থাকলেও, দেশে বসেই টাইগারদের পাশে দাঁড়ানোর কাজটি নিয়মিতই করে চলেছেন দ্য নড়াইল এক্সপ্রেস। প্রতি ম্যাচের পরই সাহস জোগাচ্ছেন ক্রিকেটারদের।

ব্যতিক্রম হলো না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরেও। আজ মাশরাফি লিখেছেন সমালোচনার ব্যাপারে। তার মতে, মানুষ বাংলাদেশ দলকে ভালোবাসে বলেই এতো কথা বলে। তাই এগুলোকে সহজভাবে নিয়ে ভুলগুলো শুধরানোর পরামর্শই দিয়েছেন টাইগারদের সফলতম অধিনায়ক।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ। এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়।’

‘শুধু তোমাদের চিন্তা করা উচিত, তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে।’

‘মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে। নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবে সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।

‘মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মন প্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২১)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test