E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

করোনার ঝুঁকি সত্ত্বেও পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

২০২১ ডিসেম্বর ১২ ১৭:৪১:২৫
করোনার ঝুঁকি সত্ত্বেও পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : একে তো করোনার কারণে বিশ্বব্যাপি সব কিছু স্বাভাবিক হচ্ছে না। তারওপর করোনার নতুন ধরণ ওমিক্রণের আতঙ্কে পুরো বিশ্ব কাঁপছে। এরই মধ্যে চলছে খেলাধুলা। করোনা প্রটোকলের মধ্যে রেখে, বিধি মেনে আয়োজন করা হচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট এবং সিরিজের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট দল সফর করে গেলো বাংলাদেশ থেকে। এখন ঘরের মাঠে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। সোমবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

তার আগেই করোনার আক্রমণে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনজন মূল ক্রিকেটার করোনা আক্রান্ত। শেলডন কটরেল, রস্টোন চেজ এবং কাইল মায়ার্স। এই তিনজনের করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও পাকিস্তানের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। সোমবার থেকেই শুরু হওয়ার কথা পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই।

ওয়েস্ট ইন্ডিজ যখন কোভিড-১৯ নিয়ে ব্যস্ত, তখন নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অনেক শক্তিধর একটি দেশ। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ছিল পাকিস্তান। বিশেষ করে গ্রুপ পর্বে যারা পাকিস্তানের খেলা দেখেছে, সবাই বলেছে শিরোপা উঠবে বাবর আজমের হাতে।

কিন্তু সেমিফাইনালে ম্যাথ্যু ওয়েডের মাত্র ১০ মিনিটের ঝড়ে উড়ে যায় পাকিস্তান। বাবর আজমের পরিবর্তে শিরোপা উঠে অ্যারোন ফিঞ্চের হাতে। বিশ্বকাপের পর বাংলাদেশে এসে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়ে গেছে পাকিস্তান।

বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে খেলতে গিয়েছিল। কিন্তু নিরাপত্তার অজুহাতে তারা সিরিজ না খেলেই ফিরে আসে। একই অজুহাতে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড ক্রিকেট দলও। এতকিছু সত্ত্বেও পাকিস্তান সফরে এলো ওয়েস্ট ইন্ডিজ। তবে, দলের মধ্যে করোনা আক্রান্ত ক্রিকেটার থাকার পরও ওয়েস্ট ইন্ডিজ বাকিদের নিয়ে সিরিজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test